প্ৰমীলা নাগ (১২৭৭/৭৮ – ১৩০৩ ব.) টাকি-চব্বিশ পরগনা। বিজয়চন্দ্ৰ বসু। স্বামী-ডা–গঙ্গাকান্ত নাগ। মাতুল-ব্যারিস্টার মনোমোহন ঘোষ ও লালমোহন ঘোষ। কবিতা লিখে প্ৰসিদ্ধি লাভ করেছিলেন। তাঁর লিখিত অধিকাংশ কবিতা ‘সাহিত্য’, ‘বামাবোধিনী’, ‘ভারতী’, ‘নব্যভারত’ প্রভৃতি পত্রিকায় প্রকাশিত হয়। তাঁর সমস্ত কবিতায় একটা বেদনার সুর বর্তমান। প্ৰকাশিত কাব্যগ্রন্থ: ‘প্ৰমীলা’ (১৮৯০) এবং ‘তটিনী’ (১৮৯২)।
পূর্ববর্তী:
« প্ৰমথেশ বড়ুয়া
« প্ৰমথেশ বড়ুয়া
পরবর্তী:
প্ৰমোদকুমার ঘোষাল »
প্ৰমোদকুমার ঘোষাল »
Leave a Reply