প্রমদাচরণ বন্দ্যোপাধ্যায়, স্যার (১০-৪-১৮৪৮ – ২৬-৩-১৯৩০)। উত্তরপাড়া-হুগলী। বিএ ও বি-এল পাশ করে প্রথমে বিহারে ও শেষে এলাহাবাদে ওকালতি করতে যান। ১৮৭২ খ্ৰী. বিচার বিভাগে চাকরি নেন এবং ক্ৰমে আগ্রার ছোট আদালতের বিচারপতির পদ লাভ করেন। ১৮৯৩ খ্ৰী. এলাহাবাদ হাইকোর্টের স্থায়ী বিচারপতি হন এবং প্রধান বিচারপতি হিসাবে ১৯২৩ খ্রী. অবসর-গ্ৰহণ করেন। ১৯১৯ খ্রী. এলাহাবাদ, বিশ্ববিদ্যালয় থেকে ‘ডক্টর অফ ল’ উপাধি পান।
পূর্ববর্তী:
« প্রমথলাল সেন
« প্রমথলাল সেন
পরবর্তী:
প্রমদাচরণ সেন »
প্রমদাচরণ সেন »
Leave a Reply