প্ৰমথেশ বড়ুয়া (২৪-১০-১৯০৩ – ২৯-১১-১৯৫১) গৌরীপুর-আসাম। প্রভাতচন্দ্র। রাজপরিবারে জন্ম। ছোটবেলা থেকেই শিকার, খেলাধুলা ও গান-বাজনায় তাঁর বিশেষ অনুরাগ ছিল। ১৯২০ খ্ৰী. কলিকাতা হেয়ার স্কুল থেকে ম্যাট্রিক এবং ১৯২৪ খ্রী. প্রেসিডেন্সী কলেজ থেকে বিএস-সি পাশ করেন। পিতারমৃত্যুর পর ১৯২৮ খ্রী. আসাম ব্যবস্থাপক সভায় মনোনীত সদস্যরূপে যোগ দেন এবং ১৯৩০ খ্রী. সদস্য নির্বাচিত হন। ব্যবস্থাপক সভায় দেশবন্ধুর স্বরাজ্য দলের চীফ হুইপ ছিলেন। ১৯২৯ খ্ৰী. ব্রিটিশ ডোমিনিয়ন ফিল্মস লিমিটেডের বোর্ড অফ ডিরেক্টার্সের অন্যতম সভ্য হিসাবে চলচ্চিত্রশিল্পের সঙ্গে যুক্ত হন। ঐ প্রতিষ্ঠানের ‘পঞ্চশর’ ছবিতে একটি ছোট ভূমিকায় প্রথম অভিনয় করেন। ১৯৩০ খ্রী. কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ফেলো নির্বাচিত হন এবং ঐ বছর ইউরোপে গিয়ে প্যারিসে চলচ্চিত্ৰ বিষয়ে হাতে-কলমে কাজ শেখেন। ১৯৩১ খ্রী. ‘বড়ুয়া ফিল্ম’ নামে নিজস্ব চিত্রসংস্থা প্রতিষ্ঠা করে ‘অপরাধী’ চিত্রে নায়করূপে প্রথম আত্মপ্রকাশ করেন। এই ছবিতেই এ দেশে প্রথম ঘরের মধ্যে কৃত্রিম আলোর সাহায্যে চিত্রগ্রহণের সূচনা হয়। পরিচালক হিসাবে তাঁর প্ৰথম সবাক ছবি বাংলা ১৯৮৩)। এরপর ১৯৩৩ খ্রী. নিউ থিয়েটার্সে যোগ দিয়ে ‘দেবদাস’, ‘গৃহদাহ’, ‘মুক্তি’, ‘জিন্দেগী’ প্রভৃতি ছবি সৃষ্টি করে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে এক নূতন অধ্যায় সংযোজন করেন। ১৯৩৭ খ্রী ‘মুক্তি’ ছবিতে তিনিই প্রথম রবীন্দ্র সঙ্গীতের সার্থক প্ৰয়োগ করেন। শরৎচন্দ্রের কাহিনী অবলম্বনে ‘দেবদাস’ ও ‘গৃহদাহ’ ছবি দুটি তাকে পরিচালক ও অভিনেতা হিসাবে প্রতিষ্ঠিত করে। নিউ থিয়েটার্সের সঙ্গে সম্পর্ক ত্যাগ করার পর বিভিন্ন স্টুডিওতে কয়েকটি ছবি করেন। তাঁর পরিচালিত ছবির সংখ্যা ২১; এর মধ্যে বাংলা ১৪, হিন্দী ৭। কয়েকটি ছবির সুরকার হিসাবেও দক্ষতার পরিচয় দিয়েছেন। ভাল বিলিয়ার্ড ও টেনিস খেলোয়াড় ছিলেন।
পূর্ববর্তী:
« প্ৰভাবতী দেবী, সরস্বতী
« প্ৰভাবতী দেবী, সরস্বতী
পরবর্তী:
প্ৰমীলা নাগ »
প্ৰমীলা নাগ »
Leave a Reply