প্রমথ সমাদ্দার (? – ২৬-১১-১৯৮০) কার্টুন শিল্পী। ঢাকা থেকে ১৯২১ খ্রী. ম্যাট্রিক পাশ করে কলিকাতার সিটি কলেজে ভর্তি হন। গভর্নমেন্ট আর্ট কলেজ থেকে পাশ করে ১৯২৯ খ্রী.একটি নামকরা আট প্রেসে কোজ নেন। হাসির পত্রিকা ‘সচিত্র ভারত’ প্ৰকাশিত হবার শুরুতেই তিনি সেখানে কার্টুন আঁকতে থাকেন। এ ছাড়াও বহু বিখ্যাত পত্রিকায় তিনি কার্টুন এঁকেছেন। বিজ্ঞাপন চিত্রের সর্বভারতীয় প্রতিযোগীতায় পর পর তিনটি পুরস্কার পেয়েছিলেন।
পূর্ববর্তী:
« প্রমথ চৌধুরী
« প্রমথ চৌধুরী
পরবর্তী:
প্রমথনাথ তর্কভূষণ, মহামহোপাধ্যায় »
প্রমথনাথ তর্কভূষণ, মহামহোপাধ্যায় »
Leave a Reply