প্রমথলাল সেন (১৭-১২-১৮৬৬ – ৩০-৬-১৯৩০) কলিকাতা। নবীনচন্দ্র। অ্যালবার্ট স্কুল থেকে প্রবেশিকা পাশ করেন এবং কলেজের পড়া ছেড়ে ব্ৰাহ্মধর্মপ্রচারের ব্ৰত গ্ৰহণ করেন। ১৮৮৪ খ্রী. পিতৃব্য কেশবচন্দ্রের মৃত্যুর পরে তিনি কিছুকাল সাধু হীরানন্দ আদভানির সঙ্গে সিন্ধুদেশে কাটান। পরে প্রতাপচন্দ্র মজুমদারের সহকারিরূপে কাজ করেন। ১৮৯৭–৯৯ খ্রী. ম্যাঞ্চেস্টার (অক্সফোর্ড) কলেজে ধর্মবিজ্ঞান পড়েন। দেশে ফিরে বিভিন্ন সংবাদপত্রাদিতে কাজ করতে থাকেন। ১৯০৬ খ্রী নববিধান সমাজের প্রচারক হন। ছোটবেলা থেকেই রবীন্দ্রনাথ ও ব্রাহ্মবান্ধব উপাধ্যায়ের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল। ১৯১০ খ্রী. বিলাতে রবীন্দ্রনাথের ইংরেজী কবিতা প্ৰথম প্ৰকাশ করেন। ১৯১১ খ্রী. বার্লিন ধর্মমহাসভায় ব্ৰাহ্মসমাজের প্রতিনিধি এবং ১৯১৪ – ৩০ খ্রী. ‘ভিক্টোরিয়া ইনস্টিটিউশনের কর্মসচিব ছিলেন। বহু বছর ‘interpreter and the Youngman’, ‘World and the New Dispensation 8 ‘Navavidhan’ পত্রিকা সম্পাদনা করেন। নালুদা নামে বিশেষভাবে পরিচিত চিরকুমার প্রমথলালের কিছু চিঠি ‘নালুদার চিঠি’ নামে চার খণ্ডে প্ৰকাশিত হয়েছে।
পূর্ববর্তী:
« প্রমথনাথ রায়চৌধুরী
« প্রমথনাথ রায়চৌধুরী
পরবর্তী:
প্রমদাচরণ বন্দ্যোপাধ্যায়, স্যার »
প্রমদাচরণ বন্দ্যোপাধ্যায়, স্যার »
Leave a Reply