প্রমথনাথ মিত্র (১২৫৬ – ২৫-৮-১৩২৩ বঙ্গ) শ্ৰীকৃষ্ণপুর-বর্ধমান। কানাইলাল। বাল্যে পিতৃবিয়োগ হওয়ায় চন্দননগরে মাতুলালয়েপ্রতিপালিত হন। কলেজে পড়ার সুযোগ না পেলেও নিজের চেষ্টায় ইংরেজী, বাংলা, ফরাসী, সংস্কৃত ও হিন্দী ভাল শিখেছিলেন। ‘বঙ্গবাসী’, ‘হিতবাদী’, ‘প্রভাতী’ ও ‘ইন্ডিয়ান মিরর পত্রিকায় লিখতেন। হুগলী কলেজের স্থাপয়িত মহম্মদ মহসীনের জীবনী তিনিই প্ৰথম লেখেন। ১৮৭২ খ্রী চন্দননগর পুস্তকালয় স্থাপন করে আমৃত্যু তাঁর সম্পাদকীয় দায়িত্ব পালন করেন। ‘বিশ্বকোষ’ প্রণয়নে নগেন্দ্রনাথ বসুকে সহায়তা করেছিলেন। শোভাবাজার ‘বেনেভোলেন্ট সোসাইটি’ ও ‘বঙ্গীয় সাহিত্য পরিষৎ-এর ঐতিহাসিক শাখার বিশিষ্ট সভ্য ছিলেন।
পূর্ববর্তী:
« প্রমথনাথ ভৌমিক
« প্রমথনাথ ভৌমিক
পরবর্তী:
প্রমথনাথ মিত্র, পি. মিত্র »
প্রমথনাথ মিত্র, পি. মিত্র »
Leave a Reply