প্রমথনাথ মিত্র, পি. মিত্র (৩০-১০-১৮৫৩ – ২৩-৯-১৯১০) নৈহাটি-চব্বিশ পরগনা। ইঞ্জিনিয়ার বিপ্ৰদাস। ভারতে বিপ্লবী প্ৰতিষ্ঠান সংগঠনের উল্লেখযোগ্য ব্যক্তি। ১৮৭৫ খ্রী. বিলাত থেকে ব্যারিস্টার হয়ে দেশে ফিরলে গ্রামের লোকজন তাঁর পিতাকে প্ৰায়শ্চিত্ত করতে বলেন; কিন্তু পিতা তাতে রাজী না হয়ে কলিকাতায় এসে খ্ৰীষ্টান হন। কিন্তু পুত্ৰ পি মিত্র ছিলেন গোড়া হিন্দু। ইংল্যান্ডে পড়বার সময়ই তিনি আয়ার্ল্যান্ড ও রুশিয়ার বিপ্লবীদের কথা শুনে দেশে ফিরে বিপ্লবী দল গঠনের সংকল্প করেছিলেন। বর্তমান শতাব্দীর গোড়ার দিকে যে-সমস্ত গুপ্ত সমিতি দেশে প্রতিষ্ঠিত হয়েছিল তিনি তাদের মধ্যে সংযোগ রক্ষা করতেন। ২৪-৩-১৯০২ খ্রী. সতীশচন্দ্ৰ বসু কর্তৃক প্রতিষ্ঠিত অনুশীলন সমিতির ডিরেক্টর হন। সমিতির ঢাকা শাখারও ডিরেক্টর পদে নির্বাচিত হয়েছিলেন। হাইকোর্টে ব্যারিস্টারি করেন এবং বন্ধু সুরেন্দ্রনাথ ব্যানার্জীর অনুরোধে রিপন কলেজে অধ্যাপনার কাজ নেন। ভাল বক্তা এবং ইংরেজী লেখায় পারদর্শী ছিলেন। তিনি কংগ্রেসে কোনও দিন যোগ দেন নি। ১৮৮৩ খ্রী. সুরেন্দ্রনাথকে, তৎকালীন সরকার আদালত অবমাননার দায়ে কারাদণ্ড দিলে তিনি সাতশো লোকের–একটি দল যোগাড় করে কারাগার ভেঙ্গে সুরেন্দ্রনাথকে উদ্ধারের পরিকল্পনা নিয়েছিলেন। ১৯০৬ খ্রী. তিনি ‘নিখিল বঙ্গ বৈপ্লবিক সমিতির ও কলিকাতায় সুবোধ মল্লিকের বাড়ীতে অনুষ্ঠিত নিখিল বঙ্গ বিপ্লবী সম্মেলনের সভাপতি ছিলেন। ঢাকা অনুশীলন সমিতি’র নায়ক পুলিন দাস তাঁর দ্বারাই বিপ্লবমন্ত্রে দীক্ষিত হয়েছিলেন। তিনি বাঙালীদের শারীরিক ব্যায়ামের ওপর জোর দিতেন। ‘অনুশীলন সমিতি’র আর্থিক দিকটাও তাকেই দেখতে হত। ‘যোগী নামে একখানি উপন্যাস লিখেছিলেন। অন্যান্য উল্লেখযোগ্য গ্ৰন্থ : ‘তর্কতত্ত্ব’, ‘জাতি ও ধর্ম’, ‘History of the Intelectual Progress of India’ প্রভৃতি।
পূর্ববর্তী:
« প্রমথনাথ মিত্র
« প্রমথনাথ মিত্র
পরবর্তী:
প্রমথনাথ মুখোপাধ্যায়, শান্তি »
প্রমথনাথ মুখোপাধ্যায়, শান্তি »
Leave a Reply