প্রমথনাথ ভৌমিক (৫-১২-১৯০১ – ২-১-১৯৭৭) দেবীপুর-খুলনা। পার্বতীচরণ। ম্যাট্রিক পরীক্ষা না দিলেও সাহিত্যের সঙ্গে বিভিন্ন ধর্মশাস্ত্র ও দর্শন পাঠ করেন। ১৯১৫ খ্রী. অনুশীলন দলে যোগ দেন। ১৯২১ খ্ৰী. অসহযোগ আন্দোলনে যোগ দিয়ে প্রথম কমিদলের সঙ্গে তিন মাসের জন্য কারাবরণ করেন। এই সময়ে খুলনা জেলার সাতক্ষীরা মহকুমায় দুর্ভিক্ষ দেখা দিলে আচাৰ্য প্ৰফুল্লচন্দ্র রায়ের নেতৃত্বে সেবাকার্যে অংশ নেন। ১৯২২ খ্রী. উত্তরবঙ্গে দারুণ বন্যার সময় নেতাজী সুভাষচন্দ্রের নেতৃত্বে স্বেচ্ছাসেবকরূপে কাজ করেন। ১৯২৪ খ্রী. খুলনা জেলার কপিল মুনি মন্দিরে অদ্ভুতদের প্ৰবেশাধিকারের দাবিতে সত্যাগ্ৰহ আন্দোলনে যোগ। দেন। পরে সমাজতান্ত্রিক ভাবধারায় আকৃষ্ট হয়ে গোপনে সমাজতান্ত্রিক মনোভাবাপন্ন একটি গোষ্ঠী গঠন করেন। খ্যাতনামা কমিউনিস্ট কর্মী ভবানী সেন এই গোষ্ঠীর সভ্য ছিলেন। ১৯২৩ খ্রী. গঠিত যশোহর-খুলনা যুবসঙ্ঘের অন্যতম সংগঠক-রূপে ছাত্র ও যুবকদের মধ্যে কাজ করেন। ইতিমধ্যে তিনি গ্রেপ্তার হন। ছাড়া পেয়ে ১৯২৭ খ্রী. লিলুয়াতে রেলওয়ে কারখানার ধর্মঘট সংগঠিত করার কাজে যোগ দেন। ১৯২৭ ও ১৯২৯ খ্রী. রাজনৈতিক ডাকাতির অভিযোগে দীর্ঘকাল হাজতবাস করেন। ১৯৩০ খ্রী. কংগ্রেসের ডাকে অসহযোগ আন্দোলনে যোগ দেন ও পরে বেঙ্গল অর্ডিন্যান্সে গ্রেপ্তার হন। প্ৰায় আট বছর জেলে থাকা-কালে কমিউনিস্ট সাহিত্য ও মার্ক্সীয় দর্শন পাঠ করে মার্ক্সবাদে বিশ্বাসী হয়ে ওঠেন। বক্স ক্যাম্পে মার্ক্সবাদ বনাম বেদান্তদর্শনের বিতর্কে মার্ক্সবাদের পক্ষে তাঁর মূল্যবান প্ৰবন্ধ পাঠ একটি স্মরণীয় ঘটনা। জেল থেকে বেরিয়ে কমিউনিস্ট পার্টিতে যোগ দেন। ১৯৪৪ খ্রী. পার্টির সৰ্বক্ষণের কর্মী হন। খুলনার দক্ষিণাঞ্চলের নেতা বিষ্ণুদাস চট্টোপাধ্যায়ের নেতৃত্বে যে স্থানীয় কৃষক আন্দোলন ও সংগ্ৰাম দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করেছিল, তিনি ছিলেন তাঁর উদ্যোক্তা। ১৯৬৬ খ্রী. কমিউনিস্ট পার্টির মুখপত্র ‘কালান্তর’ পত্রিকার প্রকাশকাল থেকে আমৃত্যু অন্যতম সম্পাদক ছিলেন। ঐ সময়ে প্ৰগতিশীল সাহিত্য-পত্র-পত্রিকার পক্ষ থেকে সোভিয়েত ইউনিয়নের আমন্ত্রণে সেখানে যান। শেষ-জীবনে যশোহর ও খুলনার প্রাক-স্বাধীনতা যুগের রাজনৈতিক কর্মীদের নিয়ে একটি স্থায়ী সংগঠন গড়ে তোলার কাজে উদ্যোগী হন।
পূর্ববর্তী:
« প্রমথনাথ বিশী
« প্রমথনাথ বিশী
পরবর্তী:
প্রমথনাথ মিত্র »
প্রমথনাথ মিত্র »
Leave a Reply