প্রমথনাথ বন্দ্যোপাধ্যায় ১ (১৮৬৪ – ১৯৫৬) ভবানীপুর-কলিকাতা। হরিমোহন। সুরশৃঙ্গারবাদকরূপে খ্যাত হলেও তিনি ধ্রুপদ ও খেয়াল রীতির গানে এবং বীণা ও এসরাজ-বাদনে অভিজ্ঞ ছিলেন। বিংশ শতাব্দীতে পশ্চিমাঞ্চলের সর্বভারতীয় সঙ্গীত আসরে বাঙলা থেকে প্ৰথম আমন্ত্ৰিত সঙ্গীতজ্ঞদের তিনি অগ্ৰণী ছিলেন। উত্তর ভারতের প্রায় সব বিখ্যাত আসরে আমন্ত্রিত হয়ে সঙ্গীত পরিবেশনে সুখ্যাতি অর্জন করেন। জীবনের শেষ ৫ বছর দিল্লীর সঙ্গীত নাটক আকাদেমীর কাৰ্যনির্বাহক পৰ্যদের সদস্য ছিলেন। তাঁর শিষ্যদের মধ্যে জিতেন্দ্ৰনাথ মিত্র, কুমুদেশ্বর মুখোপাধ্যায়, মোহিনীমোহন মিশ্র, বিমলাপ্ৰসাদ চট্টোপাধ্যায়, নৃসিংহ মুখোপাধ্যায় প্ৰমুখের নাম উল্লেখযোগ্য।
প্রমথনাথ বন্দ্যোপাধ্যায় ২ (১৮৭৮ – ৫-১১-১৯৬০) মীর্জাপুর-উত্তরপ্রদেশে জন্ম। পিতা উত্তরপ্রদেশের মৈনপুরীর বিখ্যাত উকিল ননীলাল। লন্ডন বিশ্ববিদ্যালয়ের ডিএসসি। খ্যাতনামা শিক্ষাবিদ। ১৯২০–৩৫ খ্রী. কলিকাতা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির ‘মিন্টো প্রফেসার ছিলেন। রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথের প্ৰভাবে প্ৰত্যক্ষ রাজনীতিতে যোগদান করেন। ১৯২৩-৩০ খ্রী. বঙ্গীয় ব্যবস্থাপক সভার সভ্য এবং ১৯৩৫–৪৬ খ্রী কেন্দ্রীয় আইন সভার সদস্য ছিলেন। সাম্প্রদায়িক বাঁটোয়ারা গ্রহণের প্রতিবাদে জাতীয় কংগ্রেস পরিত্যাগ করে পণ্ডিত মদনমোহন মালব্যের সঙ্গে একযোগে জাতীয় দল (ন্যাশনালিস্ট পার্টি) গঠন করেন। ১৯৪২–৪৫ খ্রী. কেন্দ্রীয় আইন সভায় ন্যাশনালিস্ট পার্টির নেতা ছিলেন। কলিকাতা রামমোহন হলের প্রতিষ্ঠাতাদের অন্যতম। ১৯৪৪–৪৯ খ্রী. ভারত-সভার অধ্যক্ষ এবং বহুদিন কলিকাতা বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিণ্ডিকেটের সভ্য ছিলেন। রচিত উল্লেখযোগ্য গ্ৰন্থ: ‘A study of lndian Economics’, ‘Public Administration in Ancient India’, ‘Public Finance of India’, ‘Indian Finance in the days of the Company’, ‘History of Indian Taxation’ প্রভৃতি।
প্রমথনাথ বন্দ্যোপাধ্যায় ৩ (১৮৯৩ – ২২-৪-১৯৭৬) চুরপুণি-বর্ধমান। ক্ষেত্রনাথ। কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে অনার্স ও এমএ পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্ৰথম হয়ে উত্তীর্ণ হন। আইন পরীক্ষাতেও প্ৰথম স্থান অধিকার করেন। দেশ-বিভাগের আগে ফজলুল হক মন্ত্রিসভার রাজস্ব, খাদ্য ও বিচার বিভাগের মন্ত্রী ছিলেন। ১৯৩৯ খ্রী. আইন কলেজের অধ্যক্ষ নিযুক্ত হন। ১৯৪৫ – ৪৯ খ্রী. পর্যন্ত কলিকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচাৰ্য ছিলেন। বেইরুটে ইউনেস্কো ডেলিগেশনে ভারতের প্রতিনিধিত্ব করেন। টোকিওতে আন্তর্জাতিক আইনবিদ সম্মেলনেও যোগদান করেন। কলিকাতা বিশ্ববিদ্যালয় ও কানাডার ম্যাকডিন বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডি.লিট. উপাধিতে ভূষিত করে। তাঁর রচিত গ্রন্থগুলির মধ্যে প্রাচীন ভারতে আইন সম্পর্কিত ইংরেজি গ্রন্থটি উল্লেখযোগ্য। স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের জামাতা।
Leave a Reply