প্রমথনাথ দত্ত। বিপ্লবী দলের নির্দেশে প্ৰথম মহাযুদ্ধের পূর্বে তিনি বিদেশে যাত্রা করেন। তুরস্ক দেশে দাউদ আলি নাম নিয়ে যুদ্ধবন্দী ভারতীয় সৈন্যদের মধ্যে বৈপ্লবিক প্রচারকার্য চালান এবং ঐ দেশে সংগঠন গড়ে তোলবার চেষ্টা করেন। আমেরিকায় তুরস্ক সরকারের সহায়তায় গদর পার্টির সভ্যদের নিয়ে ভারত আক্রমণের পরিকল্পনায় পাণ্ডুরঙ্গ খানখোজে, আগাসে ও তিনি কনস্টান্টিনোপল থেকে বাগদাদ শহরে আসেন। কিন্তু বালুচিস্থানের সীমান্ত খুঁজে বার করতে গিয়ে তাঁরা ইংরেজ সেনার গুলিতে আহত ও বন্দী হন। পরে অপর দুই সঙ্গীর সঙ্গে তিনি বন্দী শিবির থেকে পালিয়ে যান। ১৯২১ খ্রী. তাঁর দলের লোক তাকে সোভিয়েত বৈদেশিক বিভাগের সাহায্যে পারস্য থেকে উদ্ধার করে মস্কো নিয়ে আসেন। এরপর লেনিনগ্ৰাড বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টাল সেমিনারী বিভাগে অধ্যাপনার কাজে নিযুক্ত থাকেন।
পূর্ববর্তী:
« প্রমথনাথ তর্কভূষণ, মহামহোপাধ্যায়
« প্রমথনাথ তর্কভূষণ, মহামহোপাধ্যায়
পরবর্তী:
প্রমথনাথ বন্দ্যোপাধ্যায় »
প্রমথনাথ বন্দ্যোপাধ্যায় »
Leave a Reply