প্ৰভাবতী দেবী, সরস্বতী (৫-৩-১৯০৫ – ১৪-৫-১৯৭২) খাঁটুরা-চব্বিশ পরগনা। গোপালচন্দ্ৰ বন্দ্যোপাধ্যায়। প্রথাগত শিক্ষা না পেলেও পিতার সাহায্যে কৈশোরেই কীটস, শেলী, বায়রন প্রভৃতি কবির কাব্যের রসাস্বাদন করেন। ৯ বছর বয়সে বিবাহ হয়। যৌবনে ‘টীচার্স ট্রেনিং সাটিফিকেট’ লাভ করে প্রথমে উত্তর কলিকাতার একটি বিদ্যালয়ে, পরে দেশবন্ধু চিত্তরঞ্জনের অনুরোধে কলিকাতা কর্পোরেশনের স্কুলে দীর্ঘকাল শিক্ষকতা করেন। তিনশতাধিক গ্রন্থের রচয়িত্রী। প্ৰথম উপন্যাস ‘বিজিতা’ ‘ভারতবর্ষ’ মাসিক পত্রিকায় ১৩৩০ বা প্ৰকাশিত হয়। এটিই বাংলা, হিন্দী ও মালয়লাম ভাষায় যথাক্রমে ‘ভাঙাগড়া’, ‘ভাবী ও কুলদেবম’ নামে চিত্রায়িত হয়েছে। এ ছাড়া ‘পথের শেষে’ উপন্যাসটি ‘বাঙলার মেয়ে’ নামে নাট্যরূপায়িত হয়ে দীর্ঘকাল সাফল্যের সঙ্গে অভিনীত হয়। ‘ব্রতচারিণী’, ‘মহিয়সী নারী’, ‘ব্যথিতা ধরিত্রী’, ‘ধূলার ধরণী’, ‘রাঙ্গা বৌ’ প্রভৃতি তাঁর উল্লেখযোগ্য উপন্যাস। ছোটদের জন্য তাঁর লেখা ‘কৃষ্ণা রোমাঞ্চ সিরিজ’ ‘ইন্টারন্যাশনাল সার্কাস’ ইত্যাদি জনপ্রিয় হয়। কৃষ্ণা সিরিজের ‘কৃষ্ণা’ই প্রথম ও সার্থক মহিলা গোয়েন্দা। তাঁর রচিত কয়েকটি গানও প্রসিদ্ধি লাভ করে। নবদ্বীপ বিদ্বজনসভা তাকে সরস্বতী উপাধি এবং কলিকাতা বিশ্ববিদ্যালয় ‘লীলা পুরস্কার’ প্রদান করে।
পূর্ববর্তী:
« প্ৰভাতচন্দ্ৰ বসু, সিআইই
« প্ৰভাতচন্দ্ৰ বসু, সিআইই
পরবর্তী:
প্ৰমথেশ বড়ুয়া »
প্ৰমথেশ বড়ুয়া »
Leave a Reply