প্রভাতচন্দ্র গঙ্গোপাধ্যায়, জংলী গাঙ্গুলী (১৮৮৯ – ৭-৩-১৯৭৩) কলিকাতা। ব্ৰাহ্মসমাজের প্রখ্যাত নেতা এবং কংগ্রেসের সেকালের নেতৃস্থানীয় কর্মী দ্বারকানাথ ও সমাজসেবী ডা: কাদম্বিনী দেবীর পুত্র। বাল্যকালেই তিনি স্বদেশী আন্দোলনে যোগ দেন। বি.এল. পাশ করে সক্রিয়ভাবে জাতীয় আন্দোলনে যুক্ত থাকায় বিভিন্ন সময়ে বহুবার কারাবরণ করেন। দীর্ঘদিনের সাংবাদিক জীবনে তিনি আনন্দবাজার পত্রিকা, দেশ, ভারত, জনসেবক, তত্ত্বকৌমুদী প্রভৃতি পত্র-পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৪২ খ্রী ভারত-ছাড় আন্দোলনকালে ব্রিটিশ সরকার কর্তৃক বাজেয়াপ্ত ‘ভারতী’ পত্রিকা তাঁর সম্পাদনায় প্রকাশিত হয়েছে। প্ৰবন্ধকার এবং বাক্ষ্মী হিসাবেও তাঁর খ্যাতি ছিল। তিনি সাধারণ ব্ৰাহ্মসমাজের সভাপতি এবং নানা জনহিতকর প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন। রচিত গ্ৰন্থ: ‘ভারতের রাষ্ট্রীয় ইতিহাসের রাসভঙ্গ’, ‘বাংলার নারী জাগরণ’, ‘আত্মীয় সভার কথা’, ‘বিপ্লবী যুগের কথা’ প্রভৃতি।
পূর্ববর্তী:
« প্রবোধচন্দ্র গুপ্ত
« প্রবোধচন্দ্র গুপ্ত
পরবর্তী:
প্রভাসচন্দ্র দে »
প্রভাসচন্দ্র দে »
Leave a Reply