প্ৰভাতকুমার রায়চৌধুরী (১৯০৪ – ১-৭-১৯৮৩) বারুইপুর-চব্বিশ পরগনা। তারাদাস। শিক্ষা—সেন্ট জেভিয়ার্স কলেজ, কলিকাতা মেডিক্যাল কলেজ ও লন্ডনে। গৌহাটির বিশিষ্ট চক্ষু-চিকিৎসক। গৌহাটির আৰ্য নাট্য সমাজের অন্যতম প্রতিষ্ঠাতা। অসমীয়া গান্ধীবাদী নেতা ডা, হরিকৃষ্ণ দাসের কন্যা ডা. তিলোত্তমাকে বিবাহ করেন। পত্নী ও শ্বশুরের সহযোগে গরীব দুঃখীদের বিনাব্যয়ে চিকিৎসা করতেন। খেলাধুলায়ও উৎসাহী ছিলেন।
পূর্ববর্তী:
« প্ৰভাতকুমার মুখোপাধ্যায়
« প্ৰভাতকুমার মুখোপাধ্যায়
পরবর্তী:
প্ৰভাতচন্দ্ৰ বসু, সিআইই »
প্ৰভাতচন্দ্ৰ বসু, সিআইই »
Leave a Reply