প্ৰভা (১৯০৩ – ১৯৫২)। খ্যাতনাম্নী অভিনেত্রী। ১৯১৫ খ্ৰী. বেঙ্গল থিয়েটার মঞ্চে অভিনয় শুরু। ১৯২১-২২ খ্ৰী. বেঙ্গল থিয়েট্রিক্যাল কোম্পানীর অধীনে এবং আরও পরে শিশিরকুমার ভাদুড়ী পরিচালিত রঙ্গালয়গুলিতে অভিনয় করেন। ১৯৩০ – ৩১ খ্রী শিশিরকুমারের সম্প্রদায়ের সঙ্গে আমেরিকা গিয়ে সীতার ভূমিকায় অভিনয় করে সুখ্যাতি পান। অন্যান্য সম্প্রদায়েও অভিনয় করেছেন। উল্লেখযোগ্য চরিত্রাবলী: সীতা, অহল্যা, উন্দুমতী, বিষ্ণুপ্রিয়া, সুমিত্রা প্রভৃতি। চলচ্চিত্রেও অভিনয় করেছেন। স্নেহময়ী অথচ তেজস্বিনী পার্শ্বচরিত্রে তিনি বিশেষ অভিনয়-নৈপুণ্য প্ৰদৰ্শন করেন।
পূর্ববর্তী:
« প্ৰবোধচন্দ্ৰ বাগচী
« প্ৰবোধচন্দ্ৰ বাগচী
পরবর্তী:
প্ৰভাতকুমার মুখোপাধ্যায় »
প্ৰভাতকুমার মুখোপাধ্যায় »
Leave a Reply