প্ৰবোধ দাশগুপ্ত (১৯০০ – ১৬-৪-১৯৭৪) বিক্রমপুর-ঢাকা। ১৫ বছর বয়সে প্রফুল্ল দাশগুপ্তের প্রেরণায় অনুশীলন সমিতিতে এবং কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে বি.এ. পাশ করে ১৯২৮ খ্রী. অভয় আশ্রমে যোগ দেন। বিভিন্ন আন্দোলনে যোগ দিয়ে কয়েকবার কারাবরণ করেন। দেশবিভাগের পর পূর্ববঙ্গে থেকে অভয় আশ্রমের সম্পাদকরূপে কাজ করে যান। ভারতের লোকসেবক, হিন্দুস্থান টাইমস, হিন্দু পত্রিকার সম্মানিত অবৈতনিক সংবাদদাতা ছিলেন। পাকিস্তানী আমলে কারাবাস ও নির্যাতন ভোগ করেছেন।
পূর্ববর্তী:
« প্ৰবীর সেন, পি.সেন
« প্ৰবীর সেন, পি.সেন
পরবর্তী:
প্ৰবোধ ভট্টাচাৰ্য »
প্ৰবোধ ভট্টাচাৰ্য »
Leave a Reply