প্ৰবোধচন্দ্ৰ পাল (? – ১৯৬৯)। চল্লিশ দশকের শেষদিকে কুচবিহার জেলার ফরোয়ার্ড ব্লকের নেতৃস্থানীয় সংগঠক ছিলেন। সাহিত্যচর্চাও করেছেন। ‘একক’, ‘নতুন সাহিত্য’, ‘পরিচয়’ প্রভৃতি পত্রিকাতে রচনাবলী প্ৰকাশ করতেন। ‘দেয়ালা’ তাঁর প্রথম প্ৰকাশিত কাব্যগ্রন্থ। তাঁর উপন্যাস ‘শঙ্খ-হৃদয়’ উত্তরবঙ্গের কৃষক জীবনের পটভূমিকায় রচিত। বিপ্লবী চেতনায় উদ্বুদ্ধ এই সাহিত্যিক অভাবের তাড়নায় আত্মঘাতী হন।
পূর্ববর্তী:
« প্ৰবোধচন্দ্ৰ দে, এফ.আর.এইচ.এস.
« প্ৰবোধচন্দ্ৰ দে, এফ.আর.এইচ.এস.
পরবর্তী:
প্ৰবোধচন্দ্ৰ বাগচী »
প্ৰবোধচন্দ্ৰ বাগচী »
Leave a Reply