প্ৰবোধচন্দ্ৰ দে, এফ.আর.এইচ.এস. (১৮৬২ – ১৯৩৪)। খ্যাতনামা কৃষিবিদ্যা-বিশারদ। দেশী ও বিদেশী। কৃষিবিদ্যা সম্বন্ধে শিক্ষালাভ করেন এবং হাতে-কলমে কৃষিকার্য করে দক্ষতার পরিচয় দেন। তিনি দ্বারভাঙ্গা মহারাজার বিখ্যাত বাগান, মুর্শিদাবাদ নবাব সরকারের আম্রকানন, মহীশূরের রাজধানী নাঙ্গালোর শহরের বিখ্যাত উদ্যান এবং আসাম-তেজপুর রেলওয়ের বাগান রচনা করে বিশেষ কৃতিত্ব প্রদর্শন করেন। কৃষিক্ষেত্র, ‘মৃত্তিকাতত্ত্ব’, ‘কার্পাস চাষ’, ‘ভূমিকৰ্ষণ’, ‘সন্তজীবাগ, ‘গোলাপ বাড়ী’ প্রভৃতি ১৮ টি গ্রন্থের রচয়িতা।
পূর্ববর্তী:
« প্ৰবোধচন্দ্ৰ গুহ
« প্ৰবোধচন্দ্ৰ গুহ
পরবর্তী:
প্ৰবোধচন্দ্ৰ পাল »
প্ৰবোধচন্দ্ৰ পাল »
Leave a Reply