প্ৰবোধচন্দ্ৰ গুহ (১৮৮৫? – ২-৭-১৯৬৯) বানারিপাড়া-বরিশাল। ‘আর্ট থিয়েটার’ নামক প্রতিষ্ঠান ষ্টার থিয়েটারের পরিচালনা-ভার গ্রহণ করলে সরকারী চাকরি ছেড়ে উক্ত রঙ্গমঞ্চের সেক্রেটারীর পদ গ্ৰহণ করেন এবং আর্ট থিয়েটারের প্রথম উপহার অপরেশচন্দ্রের ‘কৰ্ণাৰ্জন’ নাটকের তত্ত্বাবধানে (১৯২৩) কৃতিত্ব দেখান। পরে মনোমোহন থিয়েটারে আসেন। ১৯৩১ খ্রী. ‘নাট্য-নিকেতন’ নামে নিজস্ব রঙ্গালয় প্রতিষ্ঠা করেন। নাট্যনিকেতনের উল্লেখযোগ্য প্রযোজনা : ‘মুক্তির উপায়’, ‘মা’, ‘পথের দাবী’, ‘চরিত্রহীন’, ‘সিরাজদ্দৌলা, ‘কারাগার’ ও ‘কালিন্দী’। তাঁর প্রযোজিত বিভিন্ন নাটকে তিনকড়ি চক্রবর্তী, দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, নরেশ মিত্র, অহীন্দ্ৰ চৌধুরী, নীহারবালা প্রভৃতি অভিনয় করেছেন। রাণীবালা ও সরযুদেবী এই রঙ্গমঞ্চে অভিনেত্রীরূপে প্রতিষ্ঠিত হন এবং নাট্যকার শচীন সেনগুপ্ত ও মন্মথ রায় তাঁর সংস্পর্শে এসে প্রতিভা-বিকাশের সুযোগ পান। দেশবিভাগের পর কিছুকাল পাকিস্তানে বাস করার সময় সেখানকার সিনেমা-শিল্পে আত্মনিয়োগ করেন। পাকিস্তান রিজার্ভ ব্যাঙ্কের অন্যতম পরিচালক ছিলেন।
পূর্ববর্তী:
« প্ৰবোধকুমার সান্যাল
« প্ৰবোধকুমার সান্যাল
পরবর্তী:
প্ৰবোধচন্দ্ৰ দে, এফ.আর.এইচ.এস. »
প্ৰবোধচন্দ্ৰ দে, এফ.আর.এইচ.এস. »
Leave a Reply