প্ৰবোধকুমার সান্যাল (৭-৭-১৯০৫ – ১৭-৪-১৯৮৩) কলিকাতা। রাজেন্দ্রলাল। প্ৰখ্যাত সাহিত্যিক, সাংবাদিক এবং পরিব্রাজক। প্ৰথম গল্প ‘মার্জনা’ কল্লোল পত্রিকায় প্ৰকাশিত (১৩৩০ ব-) হবার পর থেকেই তিনি ওই পত্রিকার নিয়মিত লেখকগোষ্ঠীর একজন হয়ে যান। ১৯২৮ খ্রী. তাঁর প্রথম উপন্যাস ‘যাযাবর’ প্ৰকাশিত হয়। তাঁর লেখা ‘মহাপ্ৰস্থানের পথে’ ভ্ৰমণের সঙ্গে কাহিনী যোগ করে ভ্ৰমণকাহিনী সেই প্ৰথম। তাঁর বহুচলিত এবং আলোচিত উপন্যাস ‘প্ৰিয়বান্ধবী’ (১৯৩১) ও ‘আঁকাবাকা’ (১৯৩৯) এবং ছোটগল্প ‘অঙ্গার’। বাল্যে পিতৃহীন হয়ে মাতুলালয়ে থাকাকালীন সংসার-জীবনের অভিজ্ঞতার কিছু কিছু বিবরণ আছে ‘তুচ্ছ গ্রন্থে। শিক্ষা স্কটিশচার্চ কলেজিয়েট স্কুল ও সিটি কলেজে। মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনে যোগ দিয়ে কারাবরণ করেছিলেন। জীবিকার জন্য ডাকঘরে, ছাপাখানায়, মাছের ভেড়িতে কাজ করেছেন। ১৯২৭ খ্রী সেনাবাহিনীতে কেরানীর কাজ নিয়ে উত্তর-পশ্চিমের দুৰ্গম এলাকায় ঘুরে বেড়িয়েছেন। ইংরেজী ‘ফরওয়ার্ড’ এবং ‘বাংলার কথা’র নিয়মিত লেখক ছিলেন। ১৯৩৭ খ্রী. যুগান্তর পত্রিকার সাহিত্য বিভাগের সম্পাদনার দায়িত্ব গ্ৰহণ করেন। সাংবাদিকতার ক্ষেত্রে তাঁর কৃতিত্ব উল্লেখযোগ্য। পরিব্রাজক লেখক হিসাবে বাংলা সাহিত্যে তাঁর স্থান অনন্য। তাঁর জীবনের একটা বড় অংশ অতিবাহিত হয়েছে হিমালয়ের দুৰ্গম অঞ্চলে। জীবিকায় অন্ত্যজ বহু মানুষের খুব কাছাকাছি হতে পেরেছিলেন। দুটি বিশ্বযুদ্ধ, জাতীয় আন্দোলন, দাঙ্গা, দেশভাগ এবং স্বাধীনতার স্বপ্নভঙ্গ মধ্যবিত্ত জীবনের কাঠামোকে কিভাবে নাড়া দিয়ে গেছে সে অভিজ্ঞতা তিনি তাঁর গল্পে নথিবদ্ধ করেছেন। এশিয়া, ইউরোপ, আমেরিকা ও রাশিয়ার বহু অঞ্চল ঘুরে বেড়িয়েছেন। ১৯৭৮ খ্রী. ৭২/৭৩ বছর বয়সে উত্তরমেরু অভিযানে বেরিয়ে নরওয়ের পথে সেখানে পৌঁছান। কলিকাতা হিমালয়ান অ্যাসোসিয়েশন ও হিমালয়ান ফেডারেশন সংস্থার প্রতিষ্ঠাতা-সভাপতি ছিলেন। ১৯৫৬ ও ১৯৫৭ খ্রী. নিখিল ভারত বঙ্গ-সাহিত্য সম্মেলনে সভাপতিত্ব করেন। ১৯৫৭ খ্রী. ভারতীয় সাংস্কৃতিক প্রতিনিধি-দলে পাকিস্তান সফরে যান। ভারতীয় প্রতিনিধি হিসাবে আফ্রো-এশীয় সাহিত্য সম্মেলনে তাসখন্দে : গিয়েছিলেন। প্ৰায় দেড়শতাধিক গ্রন্থের রচয়িতা। অন্যান্য বিখ্যাত গ্ৰন্থ : ‘নদ ও নদী’, ‘শ্যামলীর স্বপ্ন’, ‘উত্তর কাল’, ‘হাসুবানু’, ‘জলকল্লোল’, ‘দেবতাত্মা হিমালয়’, ‘উত্তর হিমালয় চরিত’, ‘রাশিয়ার ডায়েরী’, ‘পরিব্রাজকের ডায়েরী’, ‘পর্যটকের পত্র’, ‘বনস্পতির বৈঠক’ প্রভৃতি।
পূর্ববর্তী:
« প্ৰবোধকুমার বিশ্বাস
« প্ৰবোধকুমার বিশ্বাস
পরবর্তী:
প্ৰবোধচন্দ্ৰ গুহ »
প্ৰবোধচন্দ্ৰ গুহ »
Leave a Reply