প্ৰবোধকুমার বিশ্বাস (১৮৯৭ – ১৯৬৯) ভাতুড়িয়া-যশোহর। রামলাল। দিনাজপুর জেলা স্কুল থেকে পাশ করে ১৯১৪ খ্রী. কলিকাতা রিপন কলেজে ভর্তি হন। স্কুলের ছাত্ররূপেই অমৃত (শশাঙ্ক) হাজরার নিকট বিপ্লব মন্ত্রে দীক্ষা নেন। পুলিসের অত্যাচারী ডিএসপি বসন্ত চ্যাটার্জীকে হত্যার নির্দেশ পেয়ে অন্যান্যদের সঙ্গে ৩০০৬-১৯১৬ খ্রী. কাৰ্য সমাধা করেন। বেশ কিছুদিন পুলিস তাঁর সন্ধান পায় নি। আমহাস্ট রো’র মেস ছেড়ে মির্জাপুর স্ট্রীটে অবস্থান করে পড়াশুনায় মন দেন। হঠাৎ একদিন পুলিস সন্দেহক্রমে তাকে গ্রেপ্তার করে পনেরো দিন কিড স্ট্রীটে রেখে স্বীকারোক্তি আদায়ের জন্য অকথ্য অত্যাচার করে। অবশেষে হাল ছেড়ে দিয়ে তাকে প্রেসিডেন্সী জেলের নির্জন কক্ষে বন্দী করে রাখে। পরে সেখান থেকে দালান্দা হাউসে বদলী হলে অভূতপূর্ব উপায়ে নলিনী ঘোষের সঙ্গে মুক্ত হয়ে চন্দননগরে পৌঁছান। পরে আসামে গৌহাটি আশ্রয়-কেন্দ্ৰে যান। সেখানে পুলিস-বেষ্টনী ভেদ করে আত্মগোপন করেন। কিছুদিন পরে গ্রেপ্তার হয়ে রাজশাহী সেন্ট্রাল জেলে স্টেট প্রিজনার ছিলেন। পরবর্তীকালে বিপ্লবী কার্যকলাপ থেকে অবসর নিয়ে কলিকাতা কর্পোরেশনে চাকরি করতেন।
পূর্ববর্তী:
« প্ৰবোধ ভট্টাচাৰ্য
« প্ৰবোধ ভট্টাচাৰ্য
পরবর্তী:
প্ৰবোধকুমার সান্যাল »
প্ৰবোধকুমার সান্যাল »
Leave a Reply