প্ৰবীর সেন, পি.সেন (১৯২৫ – ২৭-১-১৯৭০) কলিকাতা (?)। অমিয়। কলিকাতার লা মাটিনার স্কুলের ছাত্র পি. সেন ‘খোকন’ নামেই সবার প্ৰিয় ছিলেন। ক্রিকেটে উইকেট-কিপার হিসাবে খ্যাতি অর্জন করলেও ব্যাট এবং বলেও ভাল হাত ছিল। ১৯৪৭–৪৮ খ্রী. ভারতীয় দলের সঙ্গে অস্ট্রেলিয়া সফর করেন এবং টেস্ট ক্রিকেট খেলার সুযোগ পান। তিনিই প্ৰথম বাঙালী যিনি সরকারী টেস্ট ক্রিকেট খেলার জন্য নির্বাচিত হয়েছিলেন। শক্তিশালী অস্ট্রেলিয়া দলের ডন ব্র্যাডম্যানকে স্ট্যাম্প-আউট করে তিনি উইকেট-কীপাররূপে দৃঢ়প্ৰতিষ্ঠ হন। ‘ইন্ডিয়ান ক্রিকেট’র ১৯৫১ খ্রী. সংস্করণে তাকে ভারতের শ্রেষ্ঠ ক্রিকেট খেলোয়াড়ের স্বীকৃতি দেওয়া হয়। ১৯৫২ খ্রী. ইংল্যান্ড সফর করেন। ফুটবলেও তাঁর দখল ছিল। টেস্ট খেলা থেকে অবসর-গ্রহণের বেশ কিছু পরে খবরের কাগজে খেলা সম্বন্ধে আলোচনা করতেন।
পূর্ববর্তী:
« প্ৰবাসজীবন চৌধুরী
« প্ৰবাসজীবন চৌধুরী
পরবর্তী:
প্ৰবোধ দাশগুপ্ত »
প্ৰবোধ দাশগুপ্ত »
Leave a Reply