প্ৰবাসজীবন চৌধুরী (১৩-৩-১৯১৬ – ৪-৫-১৯৬১) সাঁতরাগাছি-হাওড়া। ডা. এম. এল. চৌধুরী। কৃতবিদ্যা প্রবাসজীবন বিজ্ঞান ও দর্শনের মধ্যে একটা যোগসূত্র স্থাপনের চেষ্টা করেছিলেন। ১৯৩৯ খ্রী। তিনি পাটনা। বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যায় এম.এস-সি, ও কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৪৩ খ্রী. ইংরেজী সাহিত্যে এবং ১৯৪৪ খ্রী. দর্শনশাস্ত্ৰে কৃতিত্বের সঙ্গে এমএ পাশ করেন। ১৯৪৬ খ্রী. থেকে ১৯৫২ খ্রী. মধ্যে তিনি কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্ৰেমচান্দ রায়চাদ বৃত্তি, স্যার আশুতোষ সুবর্ণপদক, গ্রিফিথ পুরস্কার, মোয়াট পদক ও ডি.ফিল. উপাধি লাভ করেন। ১৯৪৪ খ্রী শিলং-এর সেন্ট অ্যান্টনী কলেজে অধ্যাপনা দিয়ে কর্মজীবন শুরু। পাঞ্জাবের একটি কলেজে কিছুদিন পড়ান। পরে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে যোগ দিয়ে পদার্থবিদ্যা, দর্শন ও ইংরেজী সাহিত্য পড়াতেন। ১৯৫৩ খ্রী কলিকাতা প্রেসিডেন্সী কলেজে দৰ্শন বিভাগের প্রধানরূপে নিযুক্ত হন। ১৯৫৯–৬০ খ্রী তিনি কর্নেল বিশ্ববিদ্যালয়ে ‘ভিজিটিং ফেলো’ এবং দক্ষিণ ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে পরিদর্শক অধ্যাপক হিসাবে কাজ করেন। ১৯৬০ খ্রী. এথেন্সে অনুষ্ঠিত ৪র্থ আন্তর্জাতিক সৌন্দর্যতত্ত্ব (এসথেটিক্স) কংগ্রেসের ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হন। তাঁর দর্শন, বিজ্ঞান এবং সৌন্দর্যতত্ত্ব-বিষয়ক প্ৰবন্ধাবলী দেশ-বিদেশের বহু বিখ্যাত পত্রিকায় প্রকাশিত হয়েছে। তাঁর উল্লেখযোগ্য রচনা: ‘Elements of Scientific Philosophy’, ‘The World As I See it’, ‘Vedanta AS a Scientific Philosophy’, ‘Science And Humanity’, ‘The Aesthetic Attitude in Indian Aesthetics’, ‘Studies in Comparative Aesthetics’, ‘Phylosophy of Science’, ‘Tagore on Literature and Aesthetics’, ‘সৌন্দৰ্য দর্শন’, ‘ঈশ্বর সন্ধানে’ প্রভৃতি।
পূর্ববর্তী:
« প্ৰফুল্লময়ী দেবী
« প্ৰফুল্লময়ী দেবী
পরবর্তী:
প্ৰবীর সেন, পি.সেন »
প্ৰবীর সেন, পি.সেন »
Leave a Reply