প্ৰফুল্ল রায় (১৮৯১? – ২৮-১২-১৯৭১)। বি-এ পাশ করার পর নাট্যাচার্য শিশির ভাদুড়ীর সঙ্গে যোগাযোগ করে ‘সীতা’ নাটকে ‘শম্বুক’ চরিত্রে অভিনয় করেন (১৯২৪)। ১৯২৫ খ্রী. জার্মান পরিচালক ফ্রানজি অসটেন পরিচালিত গৌতমবুদ্ধের জীবনী অবলম্বনে রচিত লাইট অফ এশিয়া নির্বাক ছবিতে দেবদত্তের ভূমিকায় অভিনয় করেন। ঐ পরিচালকের পরবর্তী ছবি ‘সিরাজ-এর একটি টাইপ চরিত্রে তাকে দেখা যায়। ‘থ্রো অফ এ ডাইস’ ছবিতে অভিনয় করা ছাড়াও উক্ত পরিচালকের ভারতীয় সহকারী হিসাবে কাজ করেন। পরে তিনি নিজেই চিত্রপরিচালনায় অবতীর্ণ হন। তাঁর পরিচালিত নির্বাক ছবি : ‘চাষার মেয়ে’ (১৯৩১) ও ‘অভিষেক’ (১৯৩১)। তাঁর প্রথম সবাক ছবি ‘চাঁদ সদাগর’ ১৯৩৪ খ্রী. মুক্তি পায়। অন্যান্য উল্লেখযোগ্য ছবিঃ ‘অভিজ্ঞান’, ‘ঠিকাদার’, ‘পরশমণি’, ‘মালঞ্চ’ এবং ‘ভাদুড়ী মশাই’। এ ছাড়াও কিছু হিন্দী ও উর্দু ছবি পরিচালনা করেন।
পূর্ববর্তী:
« প্ৰফুল্ল দত্ত
« প্ৰফুল্ল দত্ত
পরবর্তী:
প্ৰফুল্লকুমার ঘোষাল »
প্ৰফুল্লকুমার ঘোষাল »
Leave a Reply