প্রফুল্লরঞ্জন দাশ (১২৮৭ – ১৭-৫-১৩৭০ ব.) আদি নিবাস তেলিরবাগ-ঢাকা। ভুবনমোহন। দেশবন্ধু চিত্তরঞ্জন তাঁর অগ্ৰজ। খ্যাতনামা ব্যবহারজীবী। বিলাত থেকে ব্যারিস্টার হয়ে ১৯০৬ খ্রী. কলিকাতা হাইকোটে আইন ব্যবসায় শুরু করেন। পাটনায় হাইকোর্ট প্রতিষ্ঠার পর ১৯১৭ খ্রী. পাটনার স্থায়ী বাসিন্দা হয়ে আইন ব্যবসায়ে ব্ৰতী হন। পরে বিচারপতির পদ লাভ করেন। ১৯২৯ খ্রী. মতবিরোধের জন্য পদত্যাগ করে পুনরায় আইন ব্যবসায় আরম্ভ করেন। রচিত কাব্যগ্রন্থ: ‘মথ অ্যান্ড দি স্টার’। এ ছাড়া দেশবন্ধুর ‘নারায়ণ’ পত্রিকাতেও কবিতা লিখতেন। সারা ভারত ব্যক্তি-স্বাধীনতা ইউনিয়ন, পাটনা বাঙালী সমিতি এবং সারা ভারত লন-টেনিস সমিতির সভাপতি ছিলেন।
পূর্ববর্তী:
« প্রফুল্ল রায়
« প্রফুল্ল রায়
পরবর্তী:
প্রবোধচন্দ্র গুপ্ত »
প্রবোধচন্দ্র গুপ্ত »
Leave a Reply