প্ৰফুল্লমুখী বসু (৩-১১-১৮৯৮ – ৮-৪-১৯৮৩) বানারীপাড়া-বরিশাল। কংগ্ৰেসকমী যোগেন্দ্রনাথ গুহঠাকুরতা। ১৩ বছর বয়সে বিবাহ হয়ে ১ মাসের মধ্যে বিধবা হন। পিতা পুনর্বিবাহ দিতে চাইলে অসম্মতি জানান। ১৯২১ খ্রী. অসহযোগ আন্দোলনে যোগ দিয়ে চরকা ও খদ্দরের প্রচারকার্য করতে থাকেন। ১৯৩৩ খ্রী. আইন অমান্য আন্দোলনকালে বক্তৃতা ও প্রচারকার্য চালান। দু বার কারাবরণ করেন। কুমিল্লার ভগিনী নিবেদিতা উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষিক, ছাত্রী আবাসের সুপারিন্টেন্ডেন্ট এবং কুমিল্লার সারদাদেবী। মহিলা সমিতির সম্পাদিক ছিলেন।
পূর্ববর্তী:
« প্ৰফুল্লনলিনী ব্ৰহ্ম
« প্ৰফুল্লনলিনী ব্ৰহ্ম
পরবর্তী:
প্ৰফুল্লময়ী দেবী »
প্ৰফুল্লময়ী দেবী »
Leave a Reply