প্ৰফুল্লময়ী দেবী (১৮৯১ – !) বাণীবাহ-ফরিদপুর। স্ত্রীশিক্ষানুরাগী বিপিনবিহারী। প্ৰফুল্লময়ী ১৮৯৯ খ্ৰী জেলাবোর্ডের উচ্চ প্ৰাথমিক পরীক্ষা দিয়ে ফরিদপুর জেলায় সর্বোচ্চ স্থান লাভ করেন। পরের বছর ফরিদপুর ‘সুহৃদ-সম্মিলনী’র একটি পরীক্ষায় সর্বোচ্চ স্থান অধিকার করে পারিতোষিক পান। ১২ বছর বয়সে বিবাহ হয়। ১৯০৮ খ্রী. তাঁর কবিতা পুস্তক ‘বীর বালক’ প্রকাশিত হয়। অন্যান্য গ্ৰন্থ : ‘পুষ্পপরাগ’, ‘ধাত্রীপান্না’ (নাটক) প্রভৃতি।
পূর্ববর্তী:
« প্ৰফুল্লমুখী বসু
« প্ৰফুল্লমুখী বসু
পরবর্তী:
প্ৰবাসজীবন চৌধুরী »
প্ৰবাসজীবন চৌধুরী »
Leave a Reply