প্ৰফুল্ল দত্ত (১৯০২ – ১৫-১-১৯৮০)। অগ্নিযুগের বিপ্লবী নেতা ও বেঙ্গল ভলান্টিয়ার্স পার্টির অ্যাকশন স্কোয়াডের অন্যতম বিশিষ্ট সংগঠক। বারাণসী হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক হন। ১৯২৮ খ্রী কলিকাতার নিকটবতী বরানগরে ‘শিল্পপীঠ’ স্থাপন করে সেখানেই তিনি ভারতবর্ষে প্ৰথম স্পিরিট স্টোভ, স্পিরিট ল্যাম্প ও হ্যাজাক লাইট উৎপাদন করেন। ১৯৩৩ খ্রী. সরকার তাকে গ্রেপ্তার করে ১৯৩৮ খ্রী. পর্যন্ত দেউল বন্দীশিবিরে আটক রাখে।
পূর্ববর্তী:
« প্ৰফুল্ল চাকী
« প্ৰফুল্ল চাকী
পরবর্তী:
প্ৰফুল্ল রায় »
প্ৰফুল্ল রায় »
Leave a Reply