প্ৰফুল্ল চাকী (ডিসেম্বর ১৮৮৮ – ১-৫-১৯০৮) বিহারগ্রাম-বগুড়া। রাজনারায়ণ। রংপুরে অধ্যয়নকালে বাড়িতে কুস্তির আখড়া স্থাপন করেন। ১৯০৩ খ্রী. ‘বান্ধব সমিতি’তে যোগদান করে ক্রমে বিপ্লবী দলের কর্মী হন। স্বদেশী আন্দোলনের সময় রংপুরে প্রথম জাতীয় বিদ্যালয় প্রতিষ্ঠিত হলে তিনি ছাত্রদের লাঠিখেলা ও মুষ্টিযুদ্ধ শিখিয়ে সৈন্যদের মত সংগঠিত করেন। ১৯০৬ খ্ৰীষ্টাব্দের শেষের দিকে বারীন ঘোষ তাকে কলিকাতায় নিয়ে যান ও পূর্ববঙ্গের ছোটলাট ব্যমফিল্ড ফুলারের হত্যায় প্রচেষ্টায় নিয়োজিত করেন। এই প্ৰচেষ্টা ব্যর্থ হলে তিনি মানিকতলার বোমার আডডায় এসে বাস করতে থাকেন। ১৯০৮ খ্রী. কলিকাতার প্রেসিডেন্সী ম্যাজিষ্ট্রেট কিংসফোর্ডকে হত্যা করার সিদ্ধান্ত নেওয়া হয়। কিংসফোর্ড জজরূপে মজঃফরপুরে বদলি হন। তাকে হত্যা করার উদ্দেশ্যে তিনি ও ক্ষুদিরাম বসু মজঃফরপুরে যান এবং ৩০ এপ্রিল ১৯০৮ খ্রী সন্ধ্যায় একটি ফিটন গাড়িকে কিংসফোর্ডের গাড়ি মনে করে তাঁর উপর বোমা ছেড়েন। ঐ গাড়িতে মিসেস ও মিস কেনেডি ছিলেন, তারা নিহত হন। এই ঘটনার পর তিনি সারারাত্ৰি হেঁটে সমস্তিপুর পৌছে ট্রেনে মোকামাঘাট রওনা হন। সেই গাড়িতেই দারোগা নন্দলাল বন্দ্যোপাধ্যায় ছিলেন। ভোরবেলা নন্দলাল সন্দেহ ক্ৰমে কয়েকজন কনস্টেবলের সাহায্যে তাকে গ্রেপ্তার করতে গেলে নিজ রিভলবারের সাহায্যে আত্মহত্যা করেন। তাঁর ছদ্মনাম ছিল দীনেশ রায়। কিছুদিন পর বিপ্লবী সহকর্মীরা দারোগা নন্দলালকে হত্যা করে প্রফুল্ল চাকীর মৃত্যুর প্রতিশোধ নেয়।
পূর্ববর্তী:
« প্ৰফুল্ল চক্রবর্তী
« প্ৰফুল্ল চক্রবর্তী
পরবর্তী:
প্ৰফুল্ল দত্ত »
প্ৰফুল্ল দত্ত »
Leave a Reply