প্ৰফুল্লচন্দ্র রায় (১৮৯০ – ১৯৭০)। কলিকাতার নিকটবতী বেহালার জমিদার সাবর্ণ চৌধুরী পরিবারের সন্তান। ১৯২০ খ্রী. গৌহাটির কটন কলেজের ইংরেজীর অধ্যাপক হিসাবে যোগ দেন। ১৯৪৪ খ্রী. অধ্যাপনা থেকে অবসর নেন। ভারতের অন্যতম শ্রেষ্ঠ ইংরেজী অধ্যাপক-রূপে স্বীকৃতি পান। পাণ্ডিত্য ছাড়াও সঙ্গীত, নাটক, সমাজসেবা ও খেলাধুলায় তাঁর যথেষ্ট আগ্রহ ছিল। আসামের লন টেনিস খেলার তিনিই প্রকৃত জনক।
পূর্ববর্তী:
« প্ৰফুল্লচন্দ্র মুখোপাধ্যায়
« প্ৰফুল্লচন্দ্র মুখোপাধ্যায়
পরবর্তী:
প্ৰফুল্লচন্দ্র রায়, আচাৰ্য, স্যার »
প্ৰফুল্লচন্দ্র রায়, আচাৰ্য, স্যার »
Leave a Reply