প্ৰফুল্লচন্দ্র মুখোপাধ্যায় (১৮৮৫ – ১৯৮২)। ধুবড়ির এক বিশিষ্ট ব্ৰাহ্ম পরিবারের সন্তান। কলিকাতা সিটি কলেজে পড়ার সময় বঙ্গভঙ্গ আন্দোলনে সক্রিয় অংশ গ্ৰহণ করায় কলেজ ছাড়তে হয়। ১৯০৬ খ্রী. আমেরিকা যান এবং ১৯১২ খ্ৰী. পিটসবার্গ বিশ্ববিদ্যালয় থেকে মেটালৰ্জিতে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। আমেরিকার একজন প্রতিষ্ঠিত ধাতুবিদ্যাবিশারদ ছিলেন। অনেক বড় বড় পদ অলংকৃত করেছেন। রাশিয়ার একটি শিল্প কারখানার পত্তনের জন্য ১৯৩১ খ্রী. বিশেষজ্ঞ হিসাবে সেখানে যান। দীর্ঘদিন সোভিয়েত দেশে কাটিয়েছেন। তাঁর স্ত্রী রোজ অধ্যাপনা করতেন। দেশান্তরী হয়েও দেশের জন্য অনেক-কিছু করেছেন। ‘টেগোর সোসাইটি’, ‘ফেডারেশন অব ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন’ প্রভৃতি সংস্থার মাধ্যমে আমেরিকা-প্রবাসী ভারতীয়দের সংগঠিত করার কাজে উদ্যোগী ছিলেন। এছাড়াও বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত থেকে কাজ করতেন। আমেরিকায় ছাত্রাবস্থায় তিনি ১৯০৮ খ্রী. বিপ্লবী তারকনাথ দাসের সঙ্গে ‘ফ্রী হিন্দুস্থান’ নামে একটি পত্রিকা প্ৰকাশ করেছেন। ১৯১৪ খ্রী. ‘হিন্দুস্থানীস টুডে’ বুলেটিনের প্রকাশনায় এবং ১৯১৫ খ্রী. ‘ফ্রেন্ডস অব ফ্রীডম ফর ইন্ডিয়ান সোসাইটি’ স্থাপনে অন্যতম উদ্যোক্তা ছিলেন।
পূর্ববর্তী:
« প্ৰফুল্লকুমার সরকার
« প্ৰফুল্লকুমার সরকার
পরবর্তী:
প্ৰফুল্লচন্দ্র রায় »
প্ৰফুল্লচন্দ্র রায় »
Leave a Reply