প্ৰফুল্ল ঘোষ (১৯০০ – ৫-৪-১৯৮০)। প্ৰখ্যাত সাঁতারু। বিখ্যাত জিমন্যাস্ট প্রিয় বসুর কাছ থেকে জিমন্যাস্টিকস শেখেন এবং বোসেজ সার্কাসের সদস্য হিসাবে নানারকম খেলা দেখাতেন। ১৯২৩ খ্রী. বাঙলার সাঁতার প্রতিযোগীতায় ফ্রি স্টাইলের পাঁচটি বিষয়েই তিনি প্ৰথম হন। ১৯২৭ খ্রী. কলিকাতা কলেজ স্কোয়ারে নিখিল ভারত সাতাঁর প্রতিযোগিতায় ৫০ মিটারে প্রথম স্থান অধিকার করেন। ঐ বছরই বোম্বাইয়ের ভিক্টোরিয়া সুইমিং ক্লাবের কোচ নিযুক্ত হওয়ায় অপেশাদার প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ হারান। ১৯৩০ খ্রী. বোম্বাইয়ের চৌপাটিতে ভিক্টোরিয়া সার্কাসে যোগ দিয়ে নানা খেলা দেখাতেন। সেখানে তাঁর আকর্ষণীয় খেলা ছিল ফায়ার ডাইভিং। ১৯৩২ খ্রী. রেঙ্গুনের রয়্যাল লেকে ৭৯ ঘণ্টা ২৪ মিনিট সীতাঁর কাটেন। ১৯৩৪ খ্রী. কলিকাতার হেদোয় (বর্তমান আজাদ হিন্দ বাগ) এক প্ৰতিযোগিতায় তিনি তখনকার ভারত চ্যাম্পিয়ান রাজারাম সাহুকে পরাজিত করেছিলেন।
পূর্ববর্তী:
« প্ৰদ্যোতকুমার ভট্টাচাৰ্য
« প্ৰদ্যোতকুমার ভট্টাচাৰ্য
পরবর্তী:
প্ৰফুল্ল চক্রবর্তী »
প্ৰফুল্ল চক্রবর্তী »
Leave a Reply