প্ৰফুল্লকুমার সরকার (১৮৮৪ – ১৩-৪-১৯৪৪) কুমারখালি-কুষ্টিয়া। প্ৰসন্নকুমার। খ্যাতনামা সাংবাদিক। পাবনা জেলা স্কুল ও কলিকাতা জেনারেল অ্যাসেমব্লিজ ইনস্টিটিউশনে শিক্ষালাভ করেন। ১৯০৫ খ্ৰী. বাংলায় প্রথম স্থান অধিকার করে বি.এ. পাশ করেন এবং বঙ্কিম পদক পান। ১৯০৮ খ্ৰী. বি.এল. পাশ করে ফরিদপুর ও ডাল্টনগঞ্জে কিছুকাল ওকালতি করেন। পরে ওড়িশার ঢেনকানল রাজপরিবারের গৃহশিক্ষক হন ও ক্রমে দেওয়ান-পদ লাভ করেন। এরপর বন্ধু সুরেশচন্দ্র মজুমদারের আহ্বানে এবং সহযোগিতায় তিনি ‘আনন্দবাজার পত্রিকা’র প্রতিষ্ঠা করেন (প্ৰথম প্ৰকাশ ১৩ মার্চ ১৯২২)। ৯ সেপ্টেম্বর ১৯২২ খ্রীঃ বাঘা যতীনের জীবনী ও তাঁর বিষয়ে সম্পাদকীয় মন্তব্য প্ৰকাশ করে কারারুদ্ধ হন। ১৯৪১ খ্রী. থেকে আমৃত্যু আনন্দবাজার পত্রিকার সম্পাদক ছিলেন। কথা ও প্ৰবন্ধ সাহিত্যে তাঁর রচনা উল্লেখযোগ্য। রচিত গ্ৰন্থ : ‘ভ্ৰষ্টলগ্ন’, ‘অনাগত’, ‘বালির বাধ’, ‘ক্ষয়িষ্ণু হিন্দু’, ‘জাতীয় আন্দোলনে রবীন্দ্রনাথ’, ‘শ্ৰীগৌরাঙ্গ’ প্রভৃতি। বঙ্গীয় সাহিত্য পরিষদের সঙ্গে তিনি ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। তাঁর স্ত্রী নির্ঝরিণী দেবী (১৮৯৪—১৭-১-১৯৬৩) কংগ্রেসী-কর্মী ও লেখিকা ছিলেন। ১৯৩০ খ্রী. ও ১৯৩২ খ্রী স্বদেশী আন্দোলনে অংশ নিয়ে কারারুদ্ধ হয়েছিলেন।
পূর্ববর্তী:
« প্ৰফুল্লকুমার বাগ
« প্ৰফুল্লকুমার বাগ
পরবর্তী:
প্ৰফুল্লচন্দ্র মুখোপাধ্যায় »
প্ৰফুল্লচন্দ্র মুখোপাধ্যায় »
Leave a Reply