প্ৰফুল্লকুমার ঘোষাল (১৮৯৯ – ১৯৭১)। বসিরহাটের খ্যাতনামা ডাক্তার যতীন্দ্রনাথ। কলিকাতায় জন্ম। ছাত্রাবস্থায় অভিনয়ের দিকে বেঁক ছিল। বিএস-সি পড়ার সময় উচ্চশিক্ষার জন্য ইংল্যান্ড হয়ে আমেরিকায় যান। সেখানে রবীন্দ্রনাথের ‘চিত্রাঙ্গদা। নাটকে অর্জনের ভূমিকায় এবং দ্বিজেন্দ্রলাল রায়ের ‘চন্দ্ৰগুপ্ত ইংরাজীতে করে তাতে অভিনয় করেন। পরে হলিউডে যোগ দিয়ে ফিল্ম বিষয়ে শিক্ষালাভ করেন। ‘Young Raja’ বইটিতে টেকনিক্যাল ডিরেক্টর ছিলেন। টকির যুগে সিনেমাজগৎ ছেড়ে থিয়েটার গ্রুপে যোগ দেন। স্বাস্থ্য খারাপ হওয়ায় এক স্যানাটরিয়মে থাকার সময় সাম্যবাদী পুস্তকাবলী পাঠ করে ঐ মতবাদের দিকে আকৃষ্ট হন। এর পর ভ্ৰাম্যমাণ বক্তা হিসাবে আমেরিকার বিভিন্ন অঞ্চলে সভা-সমিতিতে নানা বিষয়ে বক্তৃতা করে জীবিকা উপার্জন করতে থাকেন। দ্বিতীয় মহাযুদ্ধের সময় ভারতের মুক্তিসংগ্রামের সহায়তাকল্পে আমেরিকায় প্রচারের জন্য ‘The People of India’ বইটি লেখেন। লেখকের নাম ছিল ‘কুমার ঘোষাল। তাঁর দ্বিতীয় বই ‘The People in colonies’ ব্রিটেনে নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু রাশিয়ান ও চীন ভাষায় তা অনূদিত হয়েছে। এরপর ‘National Guardian’ নামক কমিউনিস্টদের পত্রিকার সঙ্গে লেখক ও পরিচালক হিসাবে যুক্ত ছিলেন। ভারত-চীন যুদ্ধের পরিপ্রেক্ষিতে কমিউনিস্ট দলের সঙ্গে তাঁর মতভেদ হওয়ায় দলত্যাগ করেন। ভিয়েতনামের উপর একটি ছোট বই লিখেছেন যুক্তভাবে। দ্বিতীয় মহাযুদ্ধের পর মার্কিন নাগরিকত্ব গ্রহণ করেন।
পূর্ববর্তী:
« প্ৰফুল্ল রায়
« প্ৰফুল্ল রায়
পরবর্তী:
প্ৰফুল্লকুমার বাগ »
প্ৰফুল্লকুমার বাগ »
Leave a Reply