প্ৰদ্যোতকুমার ভট্টাচাৰ্য (১৩-১১-১৯১৩ – ১২-১-১৯৩৩) মেদিনীপুর। ভবতারণ। ছাত্রাবস্থায় বিপ্লবী দলের সভ্য হন। মেদিনীপুরের ম্যাজিষ্ট্রেট রবার্ট ডগলাসকে হত্যার জন্য যে দু’জন যুবক আক্রমণ চালান প্ৰদ্যোত তাদের একজন। এই আক্রমণের ফলে ডগলাসের মৃত্যু ঘটে। ঘটনাস্থলের কাছে প্রদ্যোত রিভলবারসহ ধরা পড়েন। অনুসন্ধানে দেখা যায়, প্ৰদ্যোতের গুলিতে ম্যাজিষ্ট্রেট নিহত হন নি। বহু অত্যাচার সত্ত্বেও প্রদ্যোত সঙ্গীর নাম প্ৰকাশ করেন নি। বিচারে তাঁর ফাঁসি হয়। প্রকৃত হত্যাকারী ছিলেন প্ৰভাংশুশেখর পাল।
পূর্ববর্তী:
« প্ৰদ্যোতকুমার ঠাকুর
« প্ৰদ্যোতকুমার ঠাকুর
পরবর্তী:
প্ৰফুল্ল ঘোষ »
প্ৰফুল্ল ঘোষ »
Leave a Reply