প্ৰদ্যোতকুমার ঠাকুর (১৭-৯-১৮৭৩ – ২৭.৮.১৯৪২) কলিকাতা। পাথুরিয়াঘাটার জমিদার শৌরীন্দ্রমোহন। জ্যেষ্ঠতাত যতীন্দ্রমোহন তাকে দত্তক নেন। বঙ্গীয় জমিদারদের নেতৃস্থানীয়, প্ৰাচ্য ও প্রতীচ্যের শিল্প-সংগ্ৰাহক এবং ফটোগ্রাফিক সোসাইটি অফ ইণ্ডিয়া ও অ্যাকাডেমী অফ ফাইন আর্টসের প্রতিষ্ঠাতা ছিলেন। ১৮৯৮ খ্রী. তিনি ইংল্যান্ডের রয়্যাল ফটোগ্রাফিক সোসাইটির প্রথম ভারতীয় সদস্য হন। ১৯০২ খ্রী. সপ্তম এডওয়ার্ডের রাজ্যাভিষেক উপলক্ষে ইংল্যান্ডে যান এবং সমগ্ৰ ইউরোপ ভ্ৰমণ করেন। ১৯০৬ খ্রী ‘নাইট’ ও ১৯০৮ খ্রী. ‘মহারাজা’ উপাধি পান। ১৯৩৯ খ্রী. ইটালীর রাজা তাঁকে সম্মানসূচক ‘অর্ডার’ প্রদান। রচিত গ্রন্থাবলীর মধ্যে ‘ডিভাইন মিউজিক’ ও ‘অ্যান্টিকস বাই অ্যান অ্যান্টিকুয়েরিয়ান’ উল্লেখযোগ্য। কাশীতে মৃত্যু।
পূর্ববর্তী:
« প্ৰত্যগাত্মানন্দ সরস্বতী, স্বামী
« প্ৰত্যগাত্মানন্দ সরস্বতী, স্বামী
পরবর্তী:
প্ৰদ্যোতকুমার ভট্টাচাৰ্য »
প্ৰদ্যোতকুমার ভট্টাচাৰ্য »
Leave a Reply