প্ৰত্যগাত্মানন্দ সরস্বতী, স্বামী (২৭-৮-১৮৮০ – ২২-১০-১৯৭৩) চন্দুলি-বর্ধমান। পূর্বাশ্রমের নাম প্রমথনাথ মুখোপাধ্যায়। দর্শনশাস্ত্র নিয়ে এম.এ. পাশ করলেও অঙ্ক এবং পদার্থবিদ্যায় তাঁর যথেষ্ট পড়াশুনা ছিল। শ্ৰীঅরবিন্দের অধ্যক্ষতার কালে ন্যাশনাল কাউন্সিল অফ এড়ুকেশন-এ শিক্ষকতা দিয়ে তাঁর কর্মজীবন শুরু। পরে রিপন কলেজে (অধুনা সুরেন্দ্রনাথ কলেজ) দর্শনশাস্ত্র ছাড়াও অঙ্ক ও পদার্থবিদ্যা শিক্ষা দিতেন। কিছুদিন ‘সারভেন্ট’ পত্রিকা সম্পাদনা করেন। ধর্মীয় জগতে তাঁর কর্মসাধনা প্ৰায় ৬০ বছর। তিনি ধর্ম ও বিজ্ঞানের সমন্বয়ের চেষ্টা করেন। তাঁর গ্রন্থ ‘Approaches to Truth’- এ তিনি অঙ্কের ধারণা দিয়ে দর্শনকে ব্যাখ্যা করার প্রয়াস পান। তন্ত্রসাধনায় তিনি স্যার জন উডরফের সহকর্মী ছিলেন। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থাবলী : ‘Metaphysics of Physics’, ‘Science and Sadhana’ (6 vols), ‘জপসূত্রম’ (৬ খণ্ড), ‘বিজ্ঞান ও প্রজ্ঞান’, ‘বেদ ও বিজ্ঞান’ প্রভৃতি।
পূর্ববর্তী:
« প্ৰতুলচন্দ্ৰ বন্দ্যোপাধ্যায়
« প্ৰতুলচন্দ্ৰ বন্দ্যোপাধ্যায়
পরবর্তী:
প্ৰদ্যোতকুমার ঠাকুর »
প্ৰদ্যোতকুমার ঠাকুর »
Leave a Reply