প্ৰতুলচন্দ্ৰ বন্দ্যোপাধ্যায় (১১-১১-১৯০২ – ২৫-২-১৯৭৪) হৃদয়পুর-নদীয়া। নগেন্দ্রনাথ। বিশিষ্ট চিত্রাঙ্কন-শিল্পী। ১৯২৩ খ্ৰী. দিনাজপুর জেলা স্কুল থেকে ম্যাট্রিক ও ১৯২৭ খ্ৰী. গভর্নমেন্ট আর্ট স্কুল থেকে পাশ করে অঙ্কন-বিদ্যাকে স্বাধীন পেশাররূপে গ্ৰহণ করেন। অঙ্কনশিল্পিরূপে পরেশচন্দ্র মজুমদারের কাছে শিক্ষানবিশী করেছিলেন। তিনি বহু প্রকাশক-সংস্থার বিভিন্ন পুস্তকের অসংখ্য ছবি এঁকেছেন। কবিতা এবং ছোটদের উপযোগী বিভিন্ন-বিষয়ক রচনায়ও সিদ্ধহস্ত ছিলেন। জ্যোতিগণনা ও রেডিয়ো বিষয়ে তাঁর বিশেষ জ্ঞান ছিল। শিশুপত্রিকা ‘মাসপয়লা’ এবং ‘শুকতারা’র সঙ্গে শিল্পী হিসাবে যুক্ত ছিলেন। মধ্যপ্রদেশ সরকার কর্তৃক আমন্ত্রিত হয়ে তাদের একটি বই-এর চিত্ৰালঙ্করণ করে প্রশংসা পান। রচিত ও অঙ্কিত গ্রন্থঃ ‘মিষ্টিছড়া’, ‘নলদয়মন্তী’, ‘ছোটদের রামায়ণ’, ‘এক যে ছিল শেয়াল’, ‘রূপলেখা’, সুনির্মল বসুর সহযোগে ‘অপরূপ কথা’ প্রভৃতি।
পূর্ববর্তী:
« প্ৰতুলচন্দ্ৰ গঙ্গোপাধ্যায়
« প্ৰতুলচন্দ্ৰ গঙ্গোপাধ্যায়
পরবর্তী:
প্ৰত্যগাত্মানন্দ সরস্বতী, স্বামী »
প্ৰত্যগাত্মানন্দ সরস্বতী, স্বামী »
Leave a Reply