প্রতুলচন্দ্ৰ চট্টোপাধ্যায়, স্যার (১৮৪৮ – ১৯১৭) কলিকাতা। জেনারেল অ্যাসেমগ্ৰী স্কুলে শিক্ষারম্ভ। ১৮৬৯ খ্রী. এম-এ, এবং ১৮৭০ খ্ৰী. বি.এল. পাশ করে লাহোরে আইন ব্যবসায় শুরু করেন। ১৮৯৪ খ্রী. প্ৰধান আদালতের বিচারপতি নিযুক্ত হন। পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের নিয়ম প্রণয়নে সাহায্য করে রায়বাহাদুর উপাধি পান। ১৯০৪ থেকে ১৯০৯ খ্রী. পর্যন্ত পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলার পদে অধিষ্ঠিত ছিলেন। এই সময়েই উক্ত বিশ্ববিদ্যালয় তাকে এল-এল-ডি উপাধি প্ৰদান করে।
পূর্ববর্তী:
« প্রতুলচন্দ্র সরকার, যাদুকর পি.সি. সরকার
« প্রতুলচন্দ্র সরকার, যাদুকর পি.সি. সরকার
পরবর্তী:
প্রতুলচন্দ্ৰ লাহিড়ী »
প্রতুলচন্দ্ৰ লাহিড়ী »
Leave a Reply