প্ৰতুলচন্দ্ৰ গঙ্গোপাধ্যায় (১৬-৪-১৮৯৪ – ৫-৭-১৯৫৭)। চাঁদপুরের নিকটবতী চালতাবাড়ি গ্রামে মাতুলালয়ে জন্ম। মহিমচন্দ্র। অনুশীলন সমিতির নারায়ণগঞ্জ শাখায় ছাত্ৰকমী হিসাবে বিপ্লবী জীবন শুরু। পরে নেতারূপে সুপ্রতিষ্ঠিত হন। ১৯১৪ খ্রী ধরা পড়ে বরিশাল ষড়যন্ত্র মামলায় দ্বীপান্তর দণ্ডে দণ্ডিত হন। মুক্তিলাভের পর ১৯২৪ খ্রী. পুনরায় গ্রেপ্তার হয়ে ১৯২৮ খ্ৰী. পর্যন্ত রাজবন্দীরূপে থাকেন এবং ১৯২৭ খ্রী. ব্ৰহ্মের ইনসিন জেলে প্রেরিত হন। ১৯২৯ খ্রী. ঢাকা শহর থেকে এম.এল.সি. নির্বাচিত হন। ১৯৩০ খ্রী. রাজশাহীতে বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেস সম্মেলনে সভাপতিত্ব করেন এবং পুনরায় গ্রেপ্তার হয়ে বিনাবিচারে ১৯৩৮ খ্ৰী. পর্যন্ত আটক থাকেন। ১৯৩৯ খ্ৰী. পূর্ববঙ্গ মিউনিসিপ্যাল নির্বাচন কেন্দ্র থেকে এম-এল-এ নির্বাচিত হন। ১৯৪০ খ্ৰীঃ পুনর্বার গ্রেপ্তার হয়ে নিরাপত্তা আইনে বন্দী হন। এই সময়ে সুভাষচন্দ্রের সঙ্গে জেলে অনশন করে স্বাস্থ্য ভঙ্গ হওয়ায় সুভাষচন্দ্রের সঙ্গেই মুক্তি পান। এরপর সুভাষচন্দ্রের অন্তর্ধানের সঙ্গে সঙ্গে পুনরায় গ্রেপ্তার হয়ে ১৯৪৬ খ্রী. পর্যন্ত বিভিন্ন জেলে আটক থাকেন। ঢাকা জেলা কংগ্রেসের সভাপতি ও নিখিল-ভারত কংগ্রেস কমিটির সদস্য ছিলেন। ১৯৪৭ খ্রী দেশবিভাগের পর তিনি কলিকাতায় বসবাস করেন।
পূর্ববর্তী:
« প্ৰতুল ভট্টাচাৰ্য
« প্ৰতুল ভট্টাচাৰ্য
পরবর্তী:
প্ৰতুলচন্দ্ৰ বন্দ্যোপাধ্যায় »
প্ৰতুলচন্দ্ৰ বন্দ্যোপাধ্যায় »
Leave a Reply