প্ৰতিমা ঠাকুর (৫-১১-১৮৯৩ – ৯-১-১৯৬৯) কলিকাতা। শেষেন্দ্ৰভূষণ চট্টোপাধ্যায়। অবনীন্দ্রনাথের ভগিনী বিনয়িনী দেবী তাঁর মাতা। রবীন্দ্রনাথের জ্যেষ্ঠপুত্ৰ রথীন্দ্রনাথের সঙ্গে বিধবা প্ৰতিমার বিবাহ হয়। তিনি রবীন্দ্রনাথ ও স্বামীর অনুবর্তিনী হয়ে বিশ্বভারতীর বিভিন্ন কর্মে আত্মনিয়োগ করেন। বিচিত্র কারুশিল্পের প্রবর্তনে ও রবীন্দ্রনাথের নৃত্যনাট্য পরিকল্পনায় তাঁর সহযোগিতা বিশেষ উল্লেখযোগ্য। তাঁর রচিত ‘নির্বাণ’ গ্রন্থে রবীন্দ্রজীবনের শেষ বর্ষের কাহিনী, ‘স্মৃতিচিত্র’ গ্রন্থে অবনীন্দ্রনাথ ও রবীন্দ্রনাথের কথা এবং ‘নৃত্য’ গ্রন্থে শান্তিনিকেতনের নৃত্যধারা প্রভৃতি বিশেষভাবে লিপিবদ্ধ আছে। ‘চিত্ৰলেখা তাঁর রচিত কবিতা ও কথিকার সঙ্কলন। চিত্রশিল্পিীরূপেও তিনি নৈপুণ্য অর্জন করেছিলেন।
পূর্ববর্তী:
« প্ৰতিভা দেবী
« প্ৰতিভা দেবী
পরবর্তী:
প্ৰতুল ভট্টাচাৰ্য »
প্ৰতুল ভট্টাচাৰ্য »
Leave a Reply