প্রতাপাদিত্য (আনুমানিক ১৫৬০/৬১ – ১৬১০/১১) যশোহর। পিতা শ্ৰীহরি গৌড়-অধিপতি দায়ুদ খাঁর বিশ্বস্ত মন্ত্রী ছিলেন এবং তাঁর কাছ থেকে বিক্রমাদিত্য উপাধি ও যশোহর (চণ্ডীখানা)-এর জমিদারী লাভ করেন। বঙ্গদেশের বার ভূইঞার অন্যতম প্রধান প্রতাপাদিত্য সম্বন্ধে ইংরেজ লেখকের লেখায় দেখা যায় প্রথম দিকে তিনি যশোহরের যথেষ্ট শ্ৰীবৃদ্ধি সাধন এবং প্রজাহিতকর কার্য করেন। পরে অতিরিক্ত সাফল্যে অত্যন্ত গর্বিত ও নিষ্ঠুর হয়ে উঠেছিলেন। বাহুবলে পাশ্ববতী রাজাদের রাজ্য করায়ত্ব করেন। যশোহর, খুলনা এবং ২৪ পরগনার এক বিস্তীর্ণ অঞ্চল তাঁর শাসনাধীনে ছিল। দিল্লীর বাদশাহ আকবরকেও অগ্রাহ্য করে তাঁর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। অস্ত্র-চালনায় সুদক্ষ ছিলেন। তাছাড়া পর্তুগীজ রাণকুশলী রডার সহায়তায় এক শক্তিশালী নৌবহর গড়ে তুলেছিলেন। সম্রাট আকবর প্রেরিত মোগল সেনাপতিরা তাঁর সঙ্গে যুদ্ধে পরাজিত হয়ে ফিরে যেতে বাধ্য হয়। পরে জাহাঙ্গীরের আমলে ভবানন্দ মজুমদারের বিশ্বাসঘাতকতায় মোগল সেনাপতি মানসিংহের সঙ্গে সালকা ও মগরাঘাট উভয় স্থানের যুদ্ধে পরাজিত হয়ে আত্মসমর্পণ করেন। বন্দী অবস্থায় দিল্লীর পথে বারাণসীতে তাঁর মৃত্যু হয়। প্রতাপাদিত্যের আরাধ্যা দেবী যশোরেশ্বরীকে মানসিংহ নিয়ে তাঁর রাজ্য রাজস্থানের অম্বরে প্রতিষ্ঠা করেন। দেবীর সঙ্গে এ দেশীয় ব্ৰাহ্মণ পূজকও তিনি নিয়ে গিয়েছিলেন। পর্তুগীজ মিশনারী ফনসেকার প্রার্থনামতে প্রতাপাদিত্য তাঁর রাজধানী যশোহরে যে খ্ৰীষ্টান গির্জা নির্মাণের অনুমতি দেন সেটিই বঙ্গদেশের প্রথম গির্জা।
পূর্ববর্তী:
« প্রতাপচন্দ্র রায়
« প্রতাপচন্দ্র রায়
পরবর্তী:
প্রতিভা গঙ্গোপাধ্যায় »
প্রতিভা গঙ্গোপাধ্যায় »
Leave a Reply