প্রতাপচন্দ্র রায় (১৫-৩-১৮৪১ – ১৩-১-১৮৯৫) সাঁকো-বর্ধমান। রামজয়। সংসারে অভাব-অনটন থাকার জন্য তাঁর পিতা তাকে জনৈক ব্ৰাহ্মণের বাড়িতে পাঁচ বছর বয়সে রাখালি করতে পাঠান। ঐ ব্ৰাহ্মণ প্ৰতাপের শিক্ষালাভের আগ্রহ দেখে তাঁর শিক্ষার ব্যবস্থা করেন। ১৬ বছর বয়সে কলিকাতায় এসে কালীপ্ৰসন্ন সিংহের কাছে চাকরি নেন এবং ক্রমে একটি বইয়ের দোকান খোলেন। এরপর ৭ বছরের পরিশ্রমে মহাভারতের বঙ্গানুবাদ করেন। অনুদিত গ্রন্থের ২ হাজার খণ্ড বিক্রয়ের পর ১ হাজার খণ্ড বিনামূল্যে বিতরণ করেন। এই সময় তিনি একটি ছাপাখানাও করেছিলেন। ‘রামায়ণ’, ‘শ্ৰীমদ্ভগবদগীতা’ প্রভৃতি বহু পুরাণ গ্রন্থেরও তিনি বঙ্গানুবাদক। মহাভারতের মূলানুযায়ী ইংরেজী অনুবাদই তাঁর প্রধানতম কীর্তি। এইজন্য ১৮৮৯ খ্রী. ভারত সরকার কর্তৃক সিআইই উপাধি দ্বারা সম্মানিত হন।
পূর্ববর্তী:
« প্রতাপচন্দ্র ঘোষ
« প্রতাপচন্দ্র ঘোষ
পরবর্তী:
প্রতাপাদিত্য »
প্রতাপাদিত্য »
Leave a Reply