প্রণবানন্দ, স্বামী (১৮৯৬ – ৮-২-১৯৪১) বাজিতপুর-ফরিদপুর। বিষ্ণুচরণ ভূঁইয়া। পূর্বাশ্রমের নাম বিনোদ। প্ৰণবসাধনায় সিদ্ধিলাভ করে স্বামী প্রণবানন্দ নামে পরিচিত হন। ১৯১৩ খ্রী. গোরক্ষপুরে যোগিরাজ গভীরনাথজীর কাছে দীক্ষা গ্ৰহণ করেন। বাঙলার স্বদেশী আন্দোলনে যুক্ত বিপ্লবী যুবকদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ থাকায় একবার গ্রেপ্তার হন ও পরে মুক্তি পান। ১৯১৭ খ্ৰী. লোকসেবা ও গঠনমূলক কাৰ্যসূচী নিয়ে বাজিতপুরে একটি আশ্রম প্রতিষ্ঠা করেন। ১৯২১ খ্রী. আচাৰ্য প্ৰফুল্লচন্দ্রের অনুরোধে দুর্ভিক্ষ-পীড়িত সুন্দরবন অঞ্চলে একটি অস্থায়ী সেবাশ্রম খুলে সেবাকার্যে ব্ৰতী হন। ১৯২৩ খ্রী. থেকে এই সেবাশ্রম ‘ভারত সেবাশ্রম সঙ্ঘ’ নামে পরিচিত হয় এবং ধীরে ধীরে এই সঙ্ঘের কর্মকেন্দ্র সম্প্রসারিত হতে থাকে। বাঙলার বিভিন্ন অঞ্চলে বহু মিশন-মন্দির স্থাপন করেন এবং পরবর্তী কালে তাঁর শিষ্য ও প্রশিষ্যেরা ভারতবর্ষে এবং পৃথিবীর অন্যান্য বহু স্থানে সেবা ও প্রচারের ব্যবস্থা করেন। তাঁর প্রতিষ্ঠিত সেবাশ্রমের কর্মীদের জন্যই বিভিন্ন তীর্থক্ষেত্রে পাণ্ডাদের উপদ্ৰব অনেকটা কমে।
পূর্ববর্তী:
« প্রণব রায়
« প্রণব রায়
পরবর্তী:
প্রতাপচন্দ্র গুহ রায় »
প্রতাপচন্দ্র গুহ রায় »
Leave a Reply