প্রণব রায় (১৯০৮ – ৮-৮-১৯৭৫)। কলিকাতার সাবর্ণ চৌধুরীদের বংশধর। প্রখ্যাত গীতিকার। কলেজ জীবনে স্বদেশী আন্দোলনে অংশগ্রহণ করে কারারুদ্ধ হন। জেল থেকে বেরিয়ে গান লিখতে আরম্ভ করেন। তাঁর রচিত চারটি গান কাজী নজরুলের অনুমোদনে ১৯৩৪ খ্ৰী. শারদীয়া পূজা উপলক্ষে হিজ মাষ্টারস ভয়েস রেকর্ডে প্ৰথম প্ৰকাশিত হয়। এর মধ্যে কমলা ঝরিয়ার কণ্ঠে তুলসীদাস লাহিড়ীর সুরে দুটি ভাটিয়ালী গান—ও বিদেশী বন্ধু এবং ‘যেথায় গেলে গাঙের চরে’-অসাধারণ জনপ্রিয়তা লাভ করে। তাঁরপরে দীর্ঘ চল্লিশ বছরে তিনি দুই হাজারেরও বেশী গান লিখেছেন। সহজ কথায় হালকা ছন্দে যে-কোনও ভাব বা অনুভূতিকে প্রকাশ করার তাঁর বিশেষ ক্ষমতা ছিল। তাঁর রচিত ‘চিঠি’, ‘সাতটি বছর আগে’, ‘আমার সোনা, চাঁদের কণা’ প্রভৃতি কাহিনী-সঙ্গীতে নবতর সংযোজন। চলচ্চিত্রের জন্য তিনি প্ৰথম সঙ্গীত রচনা করেন ‘পণ্ডিত মশাই’ কথাচিত্রে (১৯৩৬)। এ ছবির তিনি অন্যতম গীতিকার ছিলেন। পরে এককভাবে বা অন্য গীতিকারের সঙ্গে তিনি বহু কথাচিত্রের জন্য গান লিখেছেন। পরিবেশ অনুযায়ী কাব্যগুণ-সমন্বিত তাঁর গানগুলি একদা খুবই জনপ্রিয় হয়েছিল। কয়েকটি কথাচিত্রের কাহিনী, সংলাপ ও চিত্ৰনাট্যও তিনি রচনা করেছিলেন। পরিচালক হিসাবে তাঁর প্রথম ছবি- ‘রাঙামাটি’ (১৯৪৯)। তাঁর রচিত কিছু গোয়েন্দা-কাহিনীও আছে।
পূর্ববর্তী:
« প্রকাশচন্দ্র দত্ত
« প্রকাশচন্দ্র দত্ত
পরবর্তী:
প্রণবানন্দ, স্বামী »
প্রণবানন্দ, স্বামী »
Leave a Reply