প্ৰজ্ঞানন্দ স্বামী। কলিকাতা। বিংশ শতাব্দীর সূচনায় যে-সমস্ত ধর্মীয় নেতা বিপ্লবকর্মে অংশগ্রহণ করেছিলেন, তিনি তাদের অন্যতম। প্রকৃত নাম দেবব্রত বসু। বিপ্লবী যুগান্তর দলের সঙ্গে যুক্ত ছিলেন। আলীপুর বোমা মামলা সংক্রান্ত ব্যাপারে রাজসাক্ষী নরেন গোসাঁই-এর স্বীকারোক্তির ফলে তিনি ধৃত হন। পরে ছাড়া পান। বিপ্লবী নেতা কিরণচন্দ্ৰ মুখোপাধ্যায় কলিকাতায় তাঁর কাছেই প্রথম বাস করেন। কিছুদিন পর রাজনীতি ত্যাগ করেন এবং রামকৃষ্ণ মিশনে যোগ দিয়ে সন্ন্যাস গ্রহণ করেন।
পূর্ববর্তী:
« প্ৰগলভাচার্য
« প্ৰগলভাচার্য
পরবর্তী:
প্ৰজ্ঞানানন্দ সরস্বতী, স্বামী »
প্ৰজ্ঞানানন্দ সরস্বতী, স্বামী »
Leave a Reply