প্ৰগলভাচার্য (আনুমানিক ১৪১৫ – ?)। অপর নাম শুভঙ্কর। পিতা নরপতি মহামিশ্র প্রগলাভের ন্যায়গুরু, অনুভবানন্দ তাঁর বেদান্তের অধ্যাপক এবং জ্ঞানানন্দ তাঁর পরমগুরু ছিলেন। কাশীতে অধ্যয়ন সমাপ্তির পর তিনি অধ্যাপনা ও বহু গ্ৰন্থ রচনা করে যথেষ্ট খ্যাতিমান হয়েছিলেন। তাঁর গ্ৰন্থ-রচনাকাল আনুমানিক ১৪৫০ – ৭০ খ্রী। পদ্মনাভ মিশ্র বহুস্থলে তাকে পক্ষধারের প্রবল প্রতিপক্ষরূপে বর্ণনা করেছেন। রঘুনাথ শিরোমণির সর্বাতিশায়ী সম্প্রদায়ের অসামান্য প্রতিষ্ঠা কাশীতে পরিব্যাপ্ত হওয়ার পূর্ব পর্যন্ত প্ৰগলভাচার্যের প্রাধান্যই সেখানে সুপ্রতিষ্ঠিত ছিল। তাঁর রচিত ‘তত্ত্বচিন্তামণির টীকার প্রতিলিপি এখনও ভারতের বিভিন্ন পুথিশালায় পাওয়া যায় এবং তাঁর ‘উপমানসংগ্রহ-এর পুথি এশিয়াটিক সোসাইটিতে রক্ষিত আছে।
পূর্ববর্তী:
« প্ৰকাশানন্দ স্বামী
« প্ৰকাশানন্দ স্বামী
পরবর্তী:
প্ৰজ্ঞানন্দ স্বামী »
প্ৰজ্ঞানন্দ স্বামী »
Leave a Reply