প্রকাশচন্দ্র দত্ত (৩০-১০-১৮৭১ – ?) বহুবাজার-কলিকাতা। নরেশচন্দ্ৰ। মাতা—সুপ্ৰসিদ্ধ কবি গিরীন্দ্রমোহিনী দাসী। জেনারেল অ্যাসেমব্রিজ ইনস্টিটিউশনে তিনি বি.এ. পড়েন। ভারত গভর্নমেন্টের ইকনমিক রিপোর্টারের অফিসের গ্রন্থাধ্যক্ষ ছিলেন। পরে মানবজাতিতত্ত্ববিদ বি. এ. গুপ্তের অধীনে কিছুদিন কাজ করেন। বন্দেমাতরম প্ৰিন্টার্স অ্যান্ড পাবলিশার্স কোং-এর সেক্রেটারী ও ‘Indian Nation’ পত্রিকার সম্পাদক ছিলেন। ‘Reis and Rayyet’ পত্রের পরিচালক ও একটি প্রেসের অধ্যক্ষ হিসাবেও তিনি কাজ করেন। বহু বাংলা সাময়িক পত্রিকার সঙ্গে বিভিন্ন সময়ে বিশেষভাবে সংশ্লিষ্ট ছিলেন। কুড়ি বছর বয়সে ‘ভারতী’র সম্পাদনার ভার পান। তিনি তাঁর মাতাকে ‘জাহ্নবী’ পত্রিকা পরিচালনায় বিশেষভাবে সাহায্য করেন। পত্র-সাহিত্যরচনা (Epistolary Writing) প্রণালীতে সিদ্ধহস্ত ছিলেন। Art Critic ব’লেও তাঁর খ্যাতি ছিল। রচিত গ্ৰন্থ: ‘অপরিচিতের পত্র’, ‘পঞ্চমুখী’ প্রভৃতি।
পূর্ববর্তী:
« প্যারীমোহন মুখোপাধ্যায়
« প্যারীমোহন মুখোপাধ্যায়
পরবর্তী:
প্রণব রায় »
প্রণব রায় »
Leave a Reply