প্যারীমোহন মুখোপাধ্যায় (১৭-৯-১৮৪০ – ১৭-১-১৯২৪) উত্তরপাড়া—হুগলী। জমিদার জয়কৃষ্ণ। কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে ১৮৬৪ খ্রী. এম-এ, এবং ১৮৬৫ খ্ৰী. বি.এল. পাশ করে কলিকাতা হাইকোর্টে ওকালতি করেন। ১৮৭৯ খ্রী. বঙ্গীয় ব্যবস্থাপক সভার সদস্য এবং ১৮৮৪ ও ১৮৮৬ খ্রী. ভারতীয় ব্যবস্থা-পরিষদের মনোনীত সদস্য হন। ১৮৮৫ খ্রী’ Benga Tenancy Bill’ বিধিবদ্ধ হবার সময় তিনি জমিদারী ও রাজস্ব-বিষয়ক জ্ঞানের পরিচয় দেন। ১৮৮৭ খ্রী. একই দিনে ‘রাজা’ ও ‘সি-এস-আই’ উপাধি পান। ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। দ্বিতীয় জাতীয় সম্মেলনে (১৮৮৫) তাঁর সক্রিয় ভূমিকা ছিল। ১৯০৫ খ্ৰী. স্বদেশী আন্দোলনের সঙ্গেও তাঁর যোগাযোগ ছিল।
পূর্ববর্তী:
« প্যারীমোহন বন্দ্যোপাধ্যায়
« প্যারীমোহন বন্দ্যোপাধ্যায়
পরবর্তী:
প্রকাশচন্দ্র দত্ত »
প্রকাশচন্দ্র দত্ত »
Leave a Reply