প্যারীমোহন বন্দ্যোপাধ্যায় (১৮৩৫ – ?) উত্তরপাড়া-হুগলী। সিপাহী বিদ্রোহের (১৮৫৭) তিন/ চার বছর পূর্বে কাশী যান এবং সেখান থেকে মুন্সের্যকী পরীক্ষা পাশ করে এলাহাবাদের মঞ্জনপুরের মুন্সেফ হন। সিপাহী বিদ্রোহ শুরু হলে তিনি অধীনস্থ লোকজন নিয়ে এবং কতিপয় ক্ষতিগ্রস্ত জমিদারকে স্বপক্ষে এনে একটি সৈন্যদল গঠন করে বিদ্রোহী দলপতি ধাখল সিং এবং আরও কয়েকজন বিদ্রোহী সর্দারকে নিহত করেন। এই কাজের জন্য তিনি ‘যোদ্ধা মুনসেফ’ (Fighting Munsiff) নামে খ্যাত হন এবং তৎকালীন বড়লাট লর্ড ক্যানিং কানপুর দরবারে বহুমূল্য খিলাত ও জায়গীয় প্রদান করে তাকে সম্মানিত করেন। এ ছাড়াও ডেপুটি কালেক্টরের পদ পান। ১৮৬৬ খ্রী. এলাহাবাদে হাইকোর্ট প্রতিষ্ঠিত হলে তিনি ওকালতি শুরু করেন। কাশীরাজ সরকারের অনুমোদনক্রমে স্বীয় জমিদারীর ভার তাঁর ওপর অর্পণ করেন। তিনি মিউর সেন্ট্রাল কলেজ স্থাপনের অন্যতম প্রধান উদ্যোক্তা ছিলেন।
পূর্ববর্তী:
« প্যারীমোহন দেববর্মা
« প্যারীমোহন দেববর্মা
পরবর্তী:
প্যারীমোহন মুখোপাধ্যায় »
প্যারীমোহন মুখোপাধ্যায় »
Leave a Reply