প্যারীমোহন দাস। ডাফ স্কুলের আদর্শবাদী শিক্ষক প্যারীমোহন পাঠ্যপুস্তকের বাইরে ইতিহাস শিক্ষা দেবার চেষ্টা করতেন। ইংরেজ-প্রভাবিত প্রচলিত পাঠ্যপুস্তক সম্বন্ধে বলতেন, ‘Unlearn mostly what you learn here’; আর বলতেন, ‘পৃথিবীর সবচেয়ে বড় অভিশাপ-Cultural Conquest-নিজেদের সংস্কৃতি হারিয়ে ফেলা’। ছাত্রদের নিয়ে দল গড়ে সমাজসেবা করতেন। তাঁর ছাত্র বিপ্লবী যাদুগোপাল মুখোপাধ্যায় সশ্রদ্ধচিত্রে তাঁর কথা লিখেছেন।
পূর্ববর্তী:
« প্যারীচাঁদ মিত্র
« প্যারীচাঁদ মিত্র
পরবর্তী:
প্যারীমোহন দেববর্মা »
প্যারীমোহন দেববর্মা »
Leave a Reply